উন্মুক্ত উরুতে জ্বলজ্বল করছে রহস্যময় ট্যাটু, আবেদনময়ী লুকে ধরা দিলেন মধুমিতা

Last Updated:
সম্প্রতি হট প্যান্টে একটি ছবি আপলোড করলেন মধুমিতা । উন্মুক্ত উরুতে তাঁর ট্যাটুটি একেবারে স্পষ্ট । আবেদনময়ী মধুমিতার এই ছবি দেখলে পুরুষের রাতের ঘুম উড়তে বাধ্য ।
1/7
• মধুমিতা সরকার। ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। সেই ইমেজ ভেঙে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় চমকে দিয়েছিলেন। সেই ধারা বজায় রেখেই ফটোশ্যুটে ধরা দিলেন মোহময়ী রূপে। ছবি: ইনস্টাগ্রাম ।
• মধুমিতা সরকার। ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। সেই ইমেজ ভেঙে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় চমকে দিয়েছিলেন। সেই ধারা বজায় রেখেই ফটোশ্যুটে ধরা দিলেন মোহময়ী রূপে। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/7
• নতুন নায়িকাদের মধ্যে মধুমিতা টলিউডে এ মুহূর্তে অন্যতম সেরা বাজি। ক্রমাগত নিজে লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করছেন। নতুন ফটোশ্যুটে পুজোর আগেই উষ্ণতা ছড়ালেন মধুমিতা। ছবি: ইনস্টাগ্রাম ।
• নতুন নায়িকাদের মধ্যে মধুমিতা টলিউডে এ মুহূর্তে অন্যতম সেরা বাজি। ক্রমাগত নিজে লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করছেন। নতুন ফটোশ্যুটে পুজোর আগেই উষ্ণতা ছড়ালেন মধুমিতা। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/7
• মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবির জন্য সম্প্রতি শুরু করে দিয়েছেন শ্যুটিং। যেখানে অন্য ভাবেই ধরা দেবেন মধুমিতা। ছবি: ইনস্টাগ্রাম ।
• মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবির জন্য সম্প্রতি শুরু করে দিয়েছেন শ্যুটিং। যেখানে অন্য ভাবেই ধরা দেবেন মধুমিতা। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/7
• পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে মধুমিতা এখন অনেক সাহসী, অনেক বোল্ড । খোলামেলা ছবিতেও বেশ স্বচ্ছন্দ্য তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে মধুমিতা এখন অনেক সাহসী, অনেক বোল্ড । খোলামেলা ছবিতেও বেশ স্বচ্ছন্দ্য তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/7
• সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সধুমিতা । ভক্তদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে চলেন নায়িকা । ছবি: ইনস্টাগ্রাম ।
• সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সধুমিতা । ভক্তদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে চলেন নায়িকা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/7
• অভিনেতা সৌরভের সঙ্গে তাঁর বিয়েটা টেঁকেনি । বিয়ের কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় দু’জনের । জীবনের একটা কঠিন অধ্যায় পেরিয়ে এসে মধুমিতা এখন অনেক দৃঢ়চেতা, সাবলম্বী । ছবি: ইনস্টাগ্রাম ।
• অভিনেতা সৌরভের সঙ্গে তাঁর বিয়েটা টেঁকেনি । বিয়ের কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় দু’জনের । জীবনের একটা কঠিন অধ্যায় পেরিয়ে এসে মধুমিতা এখন অনেক দৃঢ়চেতা, সাবলম্বী । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/7
• সম্প্রতি হট প্যান্টে একটি ছবি আপলোড করলেন মধুমিতা । উন্মুক্ত উরুতে তাঁর ট্যাটুটি একেবারে স্পষ্ট । আবেদনময়ী মধুমিতার এই ছবি দেখলে পুরুষের রাতের ঘুম উড়তে বাধ্য । ছবি: ইনস্টাগ্রাম ।
• সম্প্রতি হট প্যান্টে একটি ছবি আপলোড করলেন মধুমিতা । উন্মুক্ত উরুতে তাঁর ট্যাটুটি একেবারে স্পষ্ট । আবেদনময়ী মধুমিতার এই ছবি দেখলে পুরুষের রাতের ঘুম উড়তে বাধ্য । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement