মেয়ের মা হলেন অঙ্কিতা, শেয়ার করলেন ছোট্ট নরম হাতের স্পর্শমাখা আদুরে ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মায়েদের জন্য নির্ধারিত দিনেই জানিয়েছিলেন সেই সুখবর। দিন কয়েকের মধ্যেই বেবি বাম্পের ছবি পোস্ট করেন। এরপর ৭ সেপ্টেম্বর এল সুখবর।
advertisement
advertisement
*ফেসবুকে মেয়ের নরম হাতের ছবি পোস্ট করে অঙ্কিতা লেখেন, "Hello world, 🤚🏻My momma says I must share with you the news of my arrival, as she is too tired to do it herself. Because I love her so much, I will do what she says:☺️ I came into this world at 10:30 am earlier today and right now I am trying to adjust to everything around me. I heard the nurses say I am a very beautiful Baby Girl. 👸🏻👸🏻👸🏻😍😍 😍 I weigh around 2.7kgs and both momma and I are doing well. ♥️♥️🤱🏻🤱🏻🤱🏻👼👼👼 ছবি: ফেসবুক।
advertisement
*দিন কয়েক আগে অঙ্কিতা সাক্ষাৎকারে বলেছিলেন, খুব টেন্সড লাগছে । কারণ সময় এগিয়ে আসছে দ্রুত । বুঝতে পারছি আমাদের জীবনে খুব শীঘ্রই এক ছোট্ট প্রাণের আগমণ ঘটবে, যে কোনও দিন, যে কোনও সময় । আর তার জন্য প্রস্তুত হচ্ছি মনে মনে । মা হিসাবে নিজেকে আরও পরিপূর্ণরূপে তৈরি করার চেষ্টা করছি আমি । ও হাসলে কী করব, কাঁদলে কী করব...ও তো বলতে পারবে না...কী করব তখন । শুধু এ সবই মনে হচ্ছে । ছবি: ফেসবুক।
advertisement
advertisement
advertisement