ক্লাস এইটের ছাত্রী বলে কথা৷ বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে স্টাইল নিয়ে সচেতনতা৷ তাই তো সরস্বতী পুজোয়ে হলুদ শাড়ির সঙ্গে মানিয়ে পরলেন ব্লাউজ৷ আর তাতেই থাকল দুর্দান্ত স্টাইলের ছোঁয়া৷ মাথায় মানানসই হলুদ ফুলের ক্লিপ৷ এই না হলে সাজ! মা শ্রীলেখা মতোই খুব সুন্দর করে সাজলেন মেয়ে৷ Photo Courtesy: Facebook