Viral: বিয়ের পর এল প্রতীক্ষিত শুভদিন, আদুরে ছবি পোস্ট করে তৃণার উদ্দেশ্যে আবেগঘন বার্তা নীলের, মুহূর্তে ভাইরাল...

Last Updated:
৪ ফেব্রুয়ারি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার বিয়ের আসর বসেছি। ১৪ ফেব্রুয়ারি পিসি চন্দ্র গার্ডেনে ছিল গ্র্যান্ড রিসেপশন।
1/8
*দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার বিয়ের। ৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি অভিজাত বিয়ে বাড়িতে বসেছিল নীল-তৃণার বিয়ের আসর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার বিয়ের। ৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি অভিজাত বিয়ে বাড়িতে বসেছিল নীল-তৃণার বিয়ের আসর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*১৪ ফেব্রুয়ারি পিসি চন্দ্র গার্ডেনে ছিল গ্র্যান্ড রিসেপশন। অর্থাৎ, রিসেপশনের একমাস কাটল জুটির। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*১৪ ফেব্রুয়ারি পিসি চন্দ্র গার্ডেনে ছিল গ্র্যান্ড রিসেপশন। অর্থাৎ, রিসেপশনের একমাস কাটল জুটির। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*বিয়ে, রিসেপশনের দিনের কথা মনে করেই  শনিবার গভীর রাতে স্ত্রীর সঙ্গে আদরে-সোহাগে মাখা সেলফি পোস্ট করেন নীল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*বিয়ে, রিসেপশনের দিনের কথা মনে করেই  শনিবার গভীর রাতে স্ত্রীর সঙ্গে আদরে-সোহাগে মাখা সেলফি পোস্ট করেন নীল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
*নীলের পোস্ট করা ছবিতে একদম নতুন বউয়ের সাজেই পাওয়া গিয়েছে তৃণাকে। তৃণার পরনে টুকটুকে লাল শাড়ি, আর হলুদ ব্লাউজ। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট লাল টিপ। গলায় জ্বলজ্বল করছেন নীলের নামের মঙ্গলসূত্র। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*নীলের পোস্ট করা ছবিতে একদম নতুন বউয়ের সাজেই পাওয়া গিয়েছে তৃণাকে। তৃণার পরনে টুকটুকে লাল শাড়ি, আর হলুদ ব্লাউজ। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট লাল টিপ। গলায় জ্বলজ্বল করছেন নীলের নামের মঙ্গলসূত্র। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*অন্যদিকে, কমলা রঙা কুর্তা আর পশমিনা স্কার্ফ পরেছেন নীল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*অন্যদিকে, কমলা রঙা কুর্তা আর পশমিনা স্কার্ফ পরেছেন নীল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
6/8
*তাঁরা যে দাম্পত্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা স্পষ্ট তাঁদের সশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*তাঁরা যে দাম্পত্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা স্পষ্ট তাঁদের সশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*এ দিন ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে নীল লিখেছেন, ‘এক মাস…. ম্যাজিক্যাল’। এই ছবির কমেন্টে তৃণা লেখেন, ‘ফরএভার’। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*এ দিন ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে নীল লিখেছেন, ‘এক মাস…. ম্যাজিক্যাল’। এই ছবির কমেন্টে তৃণা লেখেন, ‘ফরএভার’। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
8/8
*রবিবারের পরে সোমবারেও নিজেদের মতো করে সময় কাটিয়েছে দম্পতি। বাইরে লাঞ্চ করে সেই ছবি শেয়ার করেছেন দু'জনে। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। ছবিঃ ইনস্টাগ্রাম।
*রবিবারের পরে সোমবারেও নিজেদের মতো করে সময় কাটিয়েছে দম্পতি। বাইরে লাঞ্চ করে সেই ছবি শেয়ার করেছেন দু'জনে। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement