Ankush-Oindrila: ঐন্দ্রিলার জন্মদিন, মালদ্বীপের বিচে হবু বউকে আদরে-সোহাগে ভরিয়ে দিলেন অঙ্কুশ, মুহূর্তে ভাইরাল...

Last Updated:
একে বসন্ত, প্রেমের মরসুম। তার ওপর প্রেমিকার জন্মদিন। সব মিলিয়ে অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (oindila Sen) মালদ্বীপ ভ্রমণ জমে ক্ষীর।
1/10
*একে বসন্ত, প্রেমের মরসুম। তার ওপর প্রেমিকার জন্মদিন। সব মিলিয়ে  অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের মালদ্বীপ ভ্রমণ জমে ক্ষীর। ছবি: ইনস্টাগ্রাম।
*একে বসন্ত, প্রেমের মরসুম। তার ওপর প্রেমিকার জন্মদিন। সব মিলিয়ে  অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের মালদ্বীপ ভ্রমণ জমে ক্ষীর। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/10
*টলিউডের তারকারা যখন একে একে রাজনৈতিক শিবিরে নাম লেখাচ্ছেন পাকাপাকিভাবে, তখন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন উড়ে গিয়েছেন, তাঁদের বহু প্রতিক্ষীত মালদ্বীপ ট্যুরে। ছবি: ইনস্টাগ্রাম।
*টলিউডের তারকারা যখন একে একে রাজনৈতিক শিবিরে নাম লেখাচ্ছেন পাকাপাকিভাবে, তখন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন উড়ে গিয়েছেন, তাঁদের বহু প্রতিক্ষীত মালদ্বীপ ট্যুরে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/10
*এমন সময়ে দু'জনে প্ল্যান করেছেন, যখন ঐন্দ্রিলার জন্মদিন কাটাতে পারবেন  মালদ্বীপেই। ফলে সেই জন্মদিন যে খুবই স্পেশ্যাল হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি: ইনস্টাগ্রাম।
*এমন সময়ে দু'জনে প্ল্যান করেছেন, যখন ঐন্দ্রিলার জন্মদিন কাটাতে পারবেন  মালদ্বীপেই। ফলে সেই জন্মদিন যে খুবই স্পেশ্যাল হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/10
*বুধবার গভীর রাতেই অঙ্কুশ ঐন্দ্রিলার জন্মদিন উপলক্ষে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন। যেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে, প্রেমিকাকে জাপটে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে, তাও আবার মালদ্বীপের বিচে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।
*বুধবার গভীর রাতেই অঙ্কুশ ঐন্দ্রিলার জন্মদিন উপলক্ষে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন। যেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে, প্রেমিকাকে জাপটে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে, তাও আবার মালদ্বীপের বিচে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/10
*এ দিন রাতে বহু স্ত্রীর জন্মদিনের ছবি শেয়ার করে লেখেন, "HAPPYYYY BIRTHDAYYYYY.. loads and loaadsss of love.. 😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗" ছবি: ইনস্টাগ্রাম।
*এ দিন রাতে বহু স্ত্রীর জন্মদিনের ছবি শেয়ার করে লেখেন, "HAPPYYYY BIRTHDAYYYYY.. loads and loaadsss of love.. 😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗" ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/10
*টলিউডের ফ্যাব জুটি বলা হয় তাঁদের। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা। জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয়। ছবি: ইনস্টাগ্রাম।
*টলিউডের ফ্যাব জুটি বলা হয় তাঁদের। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা। জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/10
*শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের তোড়জোড়ও শুরু করেছেন জুটিতে। ছবি: ইনস্টাগ্রাম।
*শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের তোড়জোড়ও শুরু করেছেন জুটিতে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/10
*বলা ভাল, বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে মালদ্বীপ উড়ে গিয়েছেন দু'জন। কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে। ছবিঃ ইনস্টাগ্রাম।
*বলা ভাল, বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে মালদ্বীপ উড়ে গিয়েছেন দু'জন। কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
9/10
*কিছুদিন আগেই ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি। এই স্টেটাস দেখে অনেকেই অনেক কিছু অনুমান করেছিলেন। তবে তিনি যে এ রকম কিছু চমক দিতে চলেছেন তা বোধহয় কেউ আন্দাজও করতে পারেননি। ছবিঃ ইনস্টাগ্রাম।
*কিছুদিন আগেই ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি। এই স্টেটাস দেখে অনেকেই অনেক কিছু অনুমান করেছিলেন। তবে তিনি যে এ রকম কিছু চমক দিতে চলেছেন তা বোধহয় কেউ আন্দাজও করতে পারেননি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
10/10
*এ দিকে, মালদ্বীপ থেকে একের পর এক হট ছবি শেয়ার করছেন ঐন্দ্রিলা । কখনও স্যুইমস্যুটে, কখনও বোল্ড পোশাকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি। কম যান না অঙ্কুশও। তিনিও ছবি শেয়ার করছেন ঐন্দ্রিলার সঙ্গে পাল্লা দিয়ে। ছবিঃ ইনস্টাগ্রাম ।
*এ দিকে, মালদ্বীপ থেকে একের পর এক হট ছবি শেয়ার করছেন ঐন্দ্রিলা । কখনও স্যুইমস্যুটে, কখনও বোল্ড পোশাকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি। কম যান না অঙ্কুশও। তিনিও ছবি শেয়ার করছেন ঐন্দ্রিলার সঙ্গে পাল্লা দিয়ে। ছবিঃ ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement