যাও অন্ধকার, এসো আলো ! লকডাউনে বার্তা টলি তারকাদের !

Last Updated:
এই পৃথিবীর একদিন সেরে যাবে অসুখ !
1/6
এই পৃথিবীর একদিন সেরে যাবে অসুখ , যাও অন্ধকার, এসো আলো ' অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা ও সুরে এই মিউজিক ভিডিও অ্যারেঞ্জ করেছেন নবারুণ বোস। মিউজিক ভিডিও তে অন্যান্য টেলি স্টারদের মতো রয়েছেন আমি সিরাজের বেগম খ্যাত শন বন্দ্যোপাধ্যায়ও।
এই পৃথিবীর একদিন সেরে যাবে অসুখ , যাও অন্ধকার, এসো আলো ' অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা ও সুরে এই মিউজিক ভিডিও অ্যারেঞ্জ করেছেন নবারুণ বোস। মিউজিক ভিডিও তে অন্যান্য টেলি স্টারদের মতো রয়েছেন আমি সিরাজের বেগম খ্যাত শন বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
2/6
লকডাউন এর জেরে ছোটপর্দার চেনা তারাদের জলসা দেখার সুযোগ নেই সে অর্থে। কিন্তু সেই তারকারাই এবার মিউজিক ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছেন নতুন ভোরের। যেমনটা প্রশমিতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ইন্দ্রাণী হালদার, সোলাঙ্কি রায়।
লকডাউন এর জেরে ছোটপর্দার চেনা তারাদের জলসা দেখার সুযোগ নেই সে অর্থে। কিন্তু সেই তারকারাই এবার মিউজিক ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছেন নতুন ভোরের। যেমনটা প্রশমিতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ইন্দ্রাণী হালদার, সোলাঙ্কি রায়।
advertisement
3/6
শ্রীময়ী, কাদম্বিনী, ধ্রুব, তারারা দর্শকের ঘরে ঘরে ঢুকতে না পারুন এই বিপন্ন সময়ে ছড়িয়ে দিচ্ছেন পজিটিভ থাকার বার্তা। কে আপন কে পর এর জবাও সমান আশাবাদী।
শ্রীময়ী, কাদম্বিনী, ধ্রুব, তারারা দর্শকের ঘরে ঘরে ঢুকতে না পারুন এই বিপন্ন সময়ে ছড়িয়ে দিচ্ছেন পজিটিভ থাকার বার্তা। কে আপন কে পর এর জবাও সমান আশাবাদী।
advertisement
4/6
ইরাবতীর চুপকথার ইরাবতী ওরফে মনামী নিজেও ক্রমাগত পজিটিভ থাকার বার্তা দিচ্ছেন। জলসা পরিবারের অ্যানথেমেও উচ্ছল তিনি।
ইরাবতীর চুপকথার ইরাবতী ওরফে মনামী নিজেও ক্রমাগত পজিটিভ থাকার বার্তা দিচ্ছেন। জলসা পরিবারের অ্যানথেমেও উচ্ছল তিনি।
advertisement
5/6
শ্রীময়ীর ডিংকা ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। ডিংকা ওরফে সপ্তর্ষি মৌলিক ও কম যান না । গিটার হাতে খোশমেজাজে পাওয়া গেল তাকে।
শ্রীময়ীর ডিংকা ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। ডিংকা ওরফে সপ্তর্ষি মৌলিক ও কম যান না । গিটার হাতে খোশমেজাজে পাওয়া গেল তাকে।
advertisement
6/6
কপালকুণ্ডলা নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। জলসা পরিবারের অনেকের সঙ্গেও তাঁর মুখেও একটাই কথা ' আমরা করব জয় নিশ্চয়।
কপালকুণ্ডলা নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। জলসা পরিবারের অনেকের সঙ্গেও তাঁর মুখেও একটাই কথা ' আমরা করব জয় নিশ্চয়।
advertisement
advertisement
advertisement