ভ্যালেন্টাইনস ডে মানেই সঙ্গীর সঙ্গে প্রেম উদযাপন করার দিন। বছরের প্রতিটি দিন ভালোবাসায় থাকলেও একটি দিন একটু বেশি স্পেশাল ভাবে থাকতে ক্ষতি কী? তাই আজকের দিনটি শুধু প্রিয়জনের সঙ্গে সুসময় কাটানোর দিন। কিন্তু তা বলে যাদের জীবনে তথাকথিত প্রেমিক বা প্রেমিকা নেই তাঁরা কি আজ সেলিব্রেট করবেন না? টলিপাড়ার সিঙ্গল অভিনেত্রীরা কিন্তু সেই ছকই ভাঙছেন। প্রেমিক না থাকলেও তাঁদের জীবনে কিন্তু প্রেমের অভাব নেই। সেই প্রেম কখনও নিজের জন্য, কখনও নিজের কাজের প্রতি। দেখে নেওয়া যাক সিঙ্গলহুড কী ভাবে সেলিব্রেট করছেন অভিনেত্রীরা।
টলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না তাঁর। কিন্তু তাও তিনি সিঙ্গল! এও কী সম্ভব! অবশ্যই সম্ভব। একা থাকা বা সম্পর্কে থাকা দুটোই যে ব্যক্তিগত পছন্দ তা এই অভিনেত্রীরাই বুঝিয়ে দিয়েছেন। একা থাকা মানে মোটেই অসম্পূর্ণ নয় সেটাই প্রমাণ করছেন এঁরা। তাই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একাই সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভালোবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রী।