হোম » ছবি » বিনোদন » টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা কীভাবে সেলিব্রেট করছেন তারকারা

টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

  • Bangla Editor

  • 16

    টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

    ভ্যালেন্টাইনস ডে মানেই সঙ্গীর সঙ্গে প্রেম উদযাপন করার দিন। বছরের প্রতিটি দিন ভালোবাসায় থাকলেও একটি দিন একটু বেশি স্পেশাল ভাবে থাকতে ক্ষতি কী? তাই আজকের দিনটি শুধু প্রিয়জনের সঙ্গে সুসময় কাটানোর দিন। কিন্তু তা বলে যাদের জীবনে তথাকথিত প্রেমিক বা প্রেমিকা নেই তাঁরা কি আজ সেলিব্রেট করবেন না? টলিপাড়ার সিঙ্গল অভিনেত্রীরা কিন্তু সেই ছকই ভাঙছেন। প্রেমিক না থাকলেও তাঁদের জীবনে কিন্তু প্রেমের অভাব নেই। সেই প্রেম কখনও নিজের জন্য, কখনও নিজের কাজের প্রতি। দেখে নেওয়া যাক সিঙ্গলহুড কী ভাবে সেলিব্রেট করছেন অভিনেত্রীরা।

    MORE
    GALLERIES

  • 26

    টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

    হটপিঙ্ক রঙের এই পোশাকে ছবি পোস্ট করেছেন মধুমিতা সরকার। সঙ্গে লিখেছেন এই হৃদয়টাই যথেষ্ট। একসময়ে পরিচালক অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সেই সম্পর্ক বিচ্ছেদ হলেও তার পর থেকে সিঙ্গল মধুমিতা। তবে সেই জন্য কোনও আক্ষেপ নেই তাঁর।

    MORE
    GALLERIES

  • 36

    টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

    টলি পাড়ার আরও এক সিঙ্গল অভিনেত্রী মিমি চক্রবর্তী। এত সুন্দরী, এত সফল, তাও কেন সিঙ্গল? এই প্রশ্নের মুখে তাঁকে পড়তেই হয়। কিন্তু মনের মতো মানুষ না পেলে কি আর প্রেমে পড়া যায়! তেমনই অবস্থা হয়তো মিমিরও। তবে কিছুদিন আগে দিদি নম্বর ওয়ানে বলেছেন মনের মতো মানুষ পেলে বিয়ে তিনি করবেন।

    MORE
    GALLERIES

  • 46

    টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

    টলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না তাঁর। কিন্তু তাও তিনি সিঙ্গল! এও কী সম্ভব! অবশ্যই সম্ভব। একা থাকা বা সম্পর্কে থাকা দুটোই যে ব্যক্তিগত পছন্দ তা এই অভিনেত্রীরাই বুঝিয়ে দিয়েছেন। একা থাকা মানে মোটেই অসম্পূর্ণ নয় সেটাই প্রমাণ করছেন এঁরা। তাই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একাই সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভালোবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

    MORE
    GALLERIES

  • 56

    টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

    অভিনেত্রী রাইমা সেনও এখনও সিঙ্গল। সাফল্য, সৌন্দর্য থাকলেও একা থাকাই পছন্দ করেছেন তিনি। একা থাকা মানেই যে একাকিত্বে ভোগা নয় তা বুঝিয়ে দিয়েছেন তিনি। বরং নিজের সঙ্গে সময় কাটিয়ে নিজের কাজের সঙ্গে প্রেমে থাকাও উদযাপনের মতো। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই লাস্যময়ী ছবি পোস্ট করেছেন রাইমা।

    MORE
    GALLERIES

  • 66

    টলিপাড়ার 'সিঙ্গল' নায়িকা! ভ্যালেন্টাইনস ডে একা একাই কী ভাবে সেলিব্রেট করছেন এই তারকারা

    অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের ব্যক্তিত্ব শক্তিশালী। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা, গিটার বাজানোতেও তিনি মনোযোগী। সারাদিন সময় কাটানোর মতো বহু কিছুই করেন তিনি। তাই একাকিত্বে ভোগার প্রশ্নই নেই। ভ্যালেন্টাইনস ডে-তেও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

    MORE
    GALLERIES