৫ মাস পূর্ণ করল ইউভান, একরত্তির একগুচ্ছ আদুরে ছবি পোস্ট করে আবেগে ভাসলেন শুভশ্রী

Last Updated:
দেখতে দেখতে ৫ মাস পূর্ণ করল রাজ শুভশ্রীর ছেলে ইউভান! ৫ মাসের জন্মদিনে একরত্তির একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করলেন শুভশ্রী
1/7
দেখতে দেখতে ৫ মাস পূর্ণ করল রাজ শুভশ্রীর ছেলে ইউভান! ৫ মাসের জন্মদিনে একরত্তির একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করলেন শুভশ্রী।
দেখতে দেখতে ৫ মাস পূর্ণ করল রাজ শুভশ্রীর ছেলে ইউভান! ৫ মাসের জন্মদিনে একরত্তির একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করলেন শুভশ্রী।
advertisement
2/7
ইউভানের ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, '' তোর চোখ দুটোর থেকে উজ্জ্বল আমি আর কিছু দেখিনি, হয়তো সূর্যকেও হার মানাবে!''
ইউভানের ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, '' তোর চোখ দুটোর থেকে উজ্জ্বল আমি আর কিছু দেখিনি, হয়তো সূর্যকেও হার মানাবে!''
advertisement
3/7
পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডের কোলে ইউভান, চকোলেট রঙা পুলওভারে খুদে তারকার থেকে চোখ ফেরানো দায়
পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডের কোলে ইউভান, চকোলেট রঙা পুলওভারে খুদে তারকার থেকে চোখ ফেরানো দায়
advertisement
4/7
ইতিমধ্যেই কিন্তু রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টস প্রাইভেট লিমিটেডের নতুন বস ইউভান চক্রবর্তী। সংস্থার নতুন কর্ণধারের সঙ্গে নেটিজেনদের পরিচয়ও করিয়ে দিয়েছেন বাবা রাজ চক্রবর্তী স্বয়ং। নিজের চেয়ার ছেড়ে দিয়েছেন ৩ মাসের ছেলের জন্য। কসবার ঝাঁ চকচকে অফিসের গদি আঁটা চেয়ারে বসা ইউভানের নতুন ছবি ভাইরাল হতে সময় নেয়নি!
ইতিমধ্যেই কিন্তু রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টস প্রাইভেট লিমিটেডের নতুন বস ইউভান চক্রবর্তী। সংস্থার নতুন কর্ণধারের সঙ্গে নেটিজেনদের পরিচয়ও করিয়ে দিয়েছেন বাবা রাজ চক্রবর্তী স্বয়ং। নিজের চেয়ার ছেড়ে দিয়েছেন ৩ মাসের ছেলের জন্য। কসবার ঝাঁ চকচকে অফিসের গদি আঁটা চেয়ারে বসা ইউভানের নতুন ছবি ভাইরাল হতে সময় নেয়নি!
advertisement
5/7
 অনেকে তো ইউভানকে টলিউডের তৈমুর নাম দিয়েছেন ৷ কেননা, যেদিন থেকে শুভশ্রীর কোল আলো করে ইউভান এসেছে, সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় তার নানা আদুরে পোস্ট দেখতে মুখিয়ে থাকেন নেটিজেনরা৷
অনেকে তো ইউভানকে টলিউডের তৈমুর নাম দিয়েছেন ৷ কেননা, যেদিন থেকে শুভশ্রীর কোল আলো করে ইউভান এসেছে, সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় তার নানা আদুরে পোস্ট দেখতে মুখিয়ে থাকেন নেটিজেনরা৷
advertisement
6/7
তবে, তৈমুরকে যে ইউভান অচিরেই টেক্কা দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, ইতিমধ্যেই তৈরি হয়েছে তার নিজস্ব ফ্যান ক্লাব।
তবে, তৈমুরকে যে ইউভান অচিরেই টেক্কা দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, ইতিমধ্যেই তৈরি হয়েছে তার নিজস্ব ফ্যান ক্লাব।
advertisement
7/7
গত ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। গত বছর মে মাসে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে চলবার সুখবর জানিয়েছিলেন শুভশ্রী।
গত ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। গত বছর মে মাসে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে চলবার সুখবর জানিয়েছিলেন শুভশ্রী।
advertisement
advertisement
advertisement