

• নিন্দুকরা বলেন, ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারও বন্ধু হন না ৷ আর নায়িকারা তো নৈব নৈব চ ৷ র্যাট রেসে দৌড়তে গিয়ে বন্ধুত্ব নয়, প্রতিদ্বন্দ্বিতাই চলে ৷ কিন্তু টলি ইন্ডাস্ট্রিতে মিমি চক্রবর্তীর বন্ধুর সংখ্যা কম নয় ৷ নায়িকাদের সঙ্গে তাঁর বন্ধুত্বও বেশ গাঢ় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• নুসরত আর মিমির বন্ধুত্বের কথা কারও অজানা নয় ৷ তাঁরা একে অপরকে বনুয়া বলে ডাকেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• অন্যদিকে, মিমি আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বন্ধুত্বও কম নয় ৷ আর তাই সোশ্যাল মিডিয়ায় লম্বা শুভেচ্ছাবার্তা পাঠালেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• ৩১ বছরে পা দিলেন মিমি ৷ আজ তাঁর জন্মদিন ৷ জলপাইগুড়ির সেই মেয়ে আজ টলিউডের জনপ্রিয় মুখ, তৃণমূলের সাংসদ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• আগে কাঠমুণ্ডু আর শুধু তোমারই জন্য ছবিতে মিমির সঙ্গে ক্রিন শেয়ার করেছেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• নিজের সঙ্গে মিমির একাধিক ছবিও শ্রাবন্তী শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ আর তাঁর সঙ্গে লিখলেন মিষ্টি একটি ক্যাপশনও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• সেই ক্যাপশনেই খোলসা করলেন সেই আদুরে নামটি ৷ যে নামে মিমিকে আড়ালে ডাকেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷