নুসরতের বিয়ে হচ্ছে তুরস্কের এই হোটেলে, সেই ভেন্যু ঠিক কতটা সুন্দর ? দেখে নিন ছবি
Last Updated:
♦ আগামী ১৯ জুন বুধবার টলিউড নায়িকা তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান বিয়ে করতে চলেছেন তাঁর বন্ধু তথা বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ৷ ইতিমধ্যেই তুরস্কে পৌঁছে গিয়েছেন যুগল ৷ পৌঁছে গিয়েছেন নুসরত ও নিখিলের বাড়ির আত্মীয়-স্বজন এবং খুব কাছের বন্ধুরা ৷ ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
♦ প্রতিটি স্যুট ডিজাইন করা হয়েছে স্বতন্ত্র ভাবে ল্যান্ডের প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে। তা ছাড়া, স্পা, জিম, হেলথ সেন্টার, তিনটি প্রাইভেট বিচ-সহ বিনোদনের সব উপকরণই মজুত এখানে। হেলিকপ্টার ল্যান্ডের জন্য হেলিপ্যাড তো রয়েছেই, পর্যটকদের সমুদ্র-ভ্রমণের জন্য রয়েছে স্পিড বোটের ব্যবস্থাও। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
♦ বোদরুম থেকে গাড়ি বা হেলিকপ্টারে চেপে এই ল্যান্ডে পৌঁছনো যায়। সুন্দর কারুকার্য, চোখ ধাঁধাঁনো আসবাবপত্র, সব মিলিয়ে এই সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া। বিয়ের আগে থেকেই একগুচ্ছ অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে নুসরত-নিখিলের। ১৭ জুন এই ল্যান্ডেই হতে পারে ইয়ট পার্টি। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
advertisement
♦ ভূমধ্যসাগরীয় এগিয়ান সাগর ঘেরা কাপলাঙ্কায়া-এ নীল জলরাশি আর আকাশ যেন একই সরলরেখায় মিশেছে। প্রায় এক লক্ষ বর্গফুট এলাকা নিয়ে গড়ে এই ল্যান্ডে একই সঙ্গে প্রাচীন স্থাপত্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছ’টিরও বেশি স্যুট, ১৪১টি গেস্ট রুম। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
♦ প্রতিটি স্যুট ডিজাইন করা হয়েছে স্বতন্ত্র ভাবে ল্যান্ডের প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে। তা ছাড়া, স্পা, জিম, হেলথ সেন্টার, তিনটি প্রাইভেট বিচ-সহ বিনোদনের সব উপকরণই মজুত এখানে। হেলিকপ্টার ল্যান্ডের জন্য হেলিপ্যাড তো রয়েছেই, পর্যটকদের সমুদ্র-ভ্রমণের জন্য রয়েছে স্পিড বোটের ব্যবস্থাও। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
advertisement