Sayantani Guhathakurta: ডিপ নেক সাহসী পোশাক-বিকিনি, লাস্যময়ী টলি অভিনেত্রী সায়ন্তনী যেন আগুন...

Last Updated:
অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতার ছবি দেখলে বৃষ্টি হোক বা রোদ্দুর আপনার ঘাম ছুটতে বাধ্য।
1/5
*বৃষ্টি পড়লেও গরমের তাপ একেবারেই কমেনি। রোদ উঠলেই ভ্যাপসা গরম। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি তাপমাত্রা খানিক হলেও কমিয়ে দিচ্ছে। কিন্তু অভিনেতা সায়ন্তনী গুহ ঠাকুরতার এই ছবি গুলো দেখলে বৃষ্টি হোক বা রোদ্দুর আপনার ঘাম ছুটতে বাধ্য। প্রতিবেদন ঃ অরুনিমা দে।  
*বৃষ্টি পড়লেও গরমের তাপ একেবারেই কমেনি। রোদ উঠলেই ভ্যাপসা গরম। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি তাপমাত্রা খানিক হলেও কমিয়ে দিচ্ছে। কিন্তু অভিনেতা সায়ন্তনী গুহ ঠাকুরতার এই ছবি গুলো দেখলে বৃষ্টি হোক বা রোদ্দুর আপনার ঘাম ছুটতে বাধ্য। প্রতিবেদন ঃ অরুনিমা দে।  
advertisement
2/5
*ফটোশ্যুট এর প্রথম লুকে সায়ন্তনী পরেছেন ব্ল্যাক ড্রেস। তবে এই পোশাকের স্টার ড্রেসের হাই স্লিট। সঙ্গে রয়েছে কেপ। এই ডিপ নেক ব্ল্যাক ড্রেসের সঙ্গে রয়েছে মানানসই চোকার। হাতে বিডস-র ব্রেসলেট। কানে বড় দুল। আই মেক আপ গাঢ় হালকা। তবে বোল্ড রেড লিপ্স-এ দারুণ দেখাচ্ছে সায়ন্তনীকে। খোলা চুলে নায়িকার এই অবতার দেখে বলতেই হয়, ক্যায়া বাত।
*ফটোশ্যুট এর প্রথম লুকে সায়ন্তনী পরেছেন ব্ল্যাক ড্রেস। তবে এই পোশাকের স্টার ড্রেসের হাই স্লিট। সঙ্গে রয়েছে কেপ। এই ডিপ নেক ব্ল্যাক ড্রেসের সঙ্গে রয়েছে মানানসই চোকার। হাতে বিডস-র ব্রেসলেট। কানে বড় দুল। আই মেক আপ গাঢ় হালকা। তবে বোল্ড রেড লিপ্স-এ দারুণ দেখাচ্ছে সায়ন্তনীকে। খোলা চুলে নায়িকার এই অবতার দেখে বলতেই হয়, ক্যায়া বাত।
advertisement
3/5
*এর পরের লুকটাও বেশ বোল্ড। ডিপ নেক সাইড স্লিট ড্রেসের ওপর পরেছেন ফ্লোরাল প্রিন্টের কভার আপ। লুকটাকে আরও আধুনিক করার জন্য পরেছেন একটা ওয়েস্ট বেল্ট।
*এর পরের লুকটাও বেশ বোল্ড। ডিপ নেক সাইড স্লিট ড্রেসের ওপর পরেছেন ফ্লোরাল প্রিন্টের কভার আপ। লুকটাকে আরও আধুনিক করার জন্য পরেছেন একটা ওয়েস্ট বেল্ট।
advertisement
4/5
*এই ড্রেসের সঙ্গে সায়ন্তনী পরেছেন বেশ কিছু অ্যাকসেসরিজ। গলায় কিছু পারেননি। তবে কানে পরেছেন ঝোলা লম্বা দুল। এক হাতে ব্যাঙ্গেল। অন্য হাতের আঙুলে পরেছেন ককটেল রিং। হালকা আই মেক আপ-এর সঙ্গে লাগিয়েছেন ব্রাউন লিপস্টিক। লুকটাকে ফুটিয়ে তুলছে পায়ের স্টিল্যাটো।
*এই ড্রেসের সঙ্গে সায়ন্তনী পরেছেন বেশ কিছু অ্যাকসেসরিজ। গলায় কিছু পারেননি। তবে কানে পরেছেন ঝোলা লম্বা দুল। এক হাতে ব্যাঙ্গেল। অন্য হাতের আঙুলে পরেছেন ককটেল রিং। হালকা আই মেক আপ-এর সঙ্গে লাগিয়েছেন ব্রাউন লিপস্টিক। লুকটাকে ফুটিয়ে তুলছে পায়ের স্টিল্যাটো।
advertisement
5/5
*শেষ লুকে একেবারে ইন্ডিয়ান সাজ পোশাক পরেছেন নায়িকা। হাতে চুরি, আংটি, কপালে টিকলি। ইন্ডিয়ান অবতারেও নজর কাড়লেন সায়ন্তনী। এই সমস্ত লুক লেনসবন্দি করেছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। মেক আপ ও কেশ সজ্জা করেছেন সুমিত দাস। পোশাক ও স্টাইলিং করেছেন জিৎ সত্যা।
*শেষ লুকে একেবারে ইন্ডিয়ান সাজ পোশাক পরেছেন নায়িকা। হাতে চুরি, আংটি, কপালে টিকলি। ইন্ডিয়ান অবতারেও নজর কাড়লেন সায়ন্তনী। এই সমস্ত লুক লেনসবন্দি করেছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। মেক আপ ও কেশ সজ্জা করেছেন সুমিত দাস। পোশাক ও স্টাইলিং করেছেন জিৎ সত্যা।
advertisement
advertisement
advertisement