*আজ ছেলের অন্নপ্রাশন। ফলে তাঁকে যে এক্কেবারে বাঙালি সাজে দেখা যাবে, তা খানিকটা অনুমান করাই গিয়েছিল। সেই রকমই সেজেছেন রাজ এবং শুভশ্রী দু'জনেই। শুভশ্রীর পরনে তুঁতে নীল বেনারসি, সঙ্গে হলুদ ব্লাউজ। সিঁথি ভর্তি সিঁদুর, ভারী গয়না। রাজের পরনে সবুজ পাঞ্জাবি। ছেলেকে টাকা দিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছে তাঁকে।