Yuvaan's Rice Ceremony: ইউভানের মুখেভাত, ডিজাইনার ধুতি-পাঞ্জাবিতে রাজশ্রীর ছোট্ট 'শিম্বা', রইল রাজকীয় অনুষ্ঠানের এক্সক্লুসিভ অ্যালবাম...

Last Updated:
1/9
*আজ টলিউডের 'মোস্ট হ্যান্ডসাম বয়' ইউভান চক্রবর্তীর (Yuvaan Chakraborty) অন্নপ্রাশন। সেই উপলক্ষে  পরিবার এবং সকলকে নিয়ে হালিশহরে গিয়েছেন ইউভানের বাবা-মা, পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। 
*আজ টলিউডের 'মোস্ট হ্যান্ডসাম বয়' ইউভান চক্রবর্তীর (Yuvaan Chakraborty) অন্নপ্রাশন। সেই উপলক্ষে  পরিবার এবং সকলকে নিয়ে হালিশহরে গিয়েছেন ইউভানের বাবা-মা, পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। 
advertisement
2/9
*রবিবার ছিল পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। আর আজ ইউভানের মুখেভাত। সব মিলিয়ে জমজমাট সেলিব্রেশন। সেই ছবি ধরা পরেছেন রাজ-শুভশ্রীর পাশাপাশি পরিবারের সকলের এবং বন্ধুদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবি: ইনস্টাগ্রাম।
*রবিবার ছিল পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। আর আজ ইউভানের মুখেভাত। সব মিলিয়ে জমজমাট সেলিব্রেশন। সেই ছবি ধরা পরেছেন রাজ-শুভশ্রীর পাশাপাশি পরিবারের সকলের এবং বন্ধুদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/9
*রাজের জন্মদিনের পার্টিতে এলাহি নাচগান, খাওয়া-দাওয়া, পানীয়ের বন্দোবস্ত ছিল। স্বামী রাজের জন্মদিনে শাড়ি পড়ে 'হ্যালো হ্যালো'-সহ একাধিক হিন্দি এবং বাংলা গানে তুমুল নেচেছেন শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম।
*রাজের জন্মদিনের পার্টিতে এলাহি নাচগান, খাওয়া-দাওয়া, পানীয়ের বন্দোবস্ত ছিল। স্বামী রাজের জন্মদিনে শাড়ি পড়ে 'হ্যালো হ্যালো'-সহ একাধিক হিন্দি এবং বাংলা গানে তুমুল নেচেছেন শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/9
 *ইউভান সেজেছে ডিজাইনার হলুদ ধুতি পাঞ্জাবি। ছেলের সঙ্গে মিলিয়ে সেজেছেন শুভশ্রীর বাবা। তিনিই নাতিকে প্রথম ভাত খাইয়েছেন। 
*ইউভান সেজেছে ডিজাইনার হলুদ ধুতি পাঞ্জাবি। ছেলের সঙ্গে মিলিয়ে সেজেছেন শুভশ্রীর বাবা। তিনিই নাতিকে প্রথম ভাত খাইয়েছেন। 
advertisement
5/9
*আজ ছেলের অন্নপ্রাশন। ফলে তাঁকে যে এক্কেবারে বাঙালি সাজে দেখা যাবে, তা খানিকটা অনুমান করাই গিয়েছিল। সেই রকমই সেজেছেন রাজ এবং শুভশ্রী দু'জনেই। শুভশ্রীর পরনে তুঁতে নীল বেনারসি, সঙ্গে হলুদ ব্লাউজ। সিঁথি ভর্তি সিঁদুর, ভারী গয়না। রাজের পরনে সবুজ পাঞ্জাবি। ছেলেকে ৫০০ টাকা দিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছে তাঁকে। 
*আজ ছেলের অন্নপ্রাশন। ফলে তাঁকে যে এক্কেবারে বাঙালি সাজে দেখা যাবে, তা খানিকটা অনুমান করাই গিয়েছিল। সেই রকমই সেজেছেন রাজ এবং শুভশ্রী দু'জনেই। শুভশ্রীর পরনে তুঁতে নীল বেনারসি, সঙ্গে হলুদ ব্লাউজ। সিঁথি ভর্তি সিঁদুর, ভারী গয়না। রাজের পরনে সবুজ পাঞ্জাবি। ছেলেকে ৫০০ টাকা দিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছে তাঁকে। 
advertisement
6/9
*শুধু মা-বাবা নয়, ইউভানের মাসি অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় টুকটুকে লাল শাড়িতে, রাজের একমাত্র দিদির মেয়ে দুই মেয়ে সকলকেই দেখা গিয়েছে অন্য মেজাজে।
*শুধু মা-বাবা নয়, ইউভানের মাসি অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় টুকটুকে লাল শাড়িতে, রাজের একমাত্র দিদির মেয়ে দুই মেয়ে সকলকেই দেখা গিয়েছে অন্য মেজাজে।
advertisement
7/9
 *ডেস্টিনেশন অন্নপ্রাশন উপলক্ষে হালিশহরের যে বিশাল বাড়িটিতে গিয়েছেন তাঁরা, সেটিকে ফুলে ফুলে সাজিয়ে  তোলা হয়েছে। তাতে রয়েছে রাজস্থানি টাচ। পর পর তাঁবু বানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, যা থেকে স্পষ্ট বুফে সিস্টেমে খাওয়ানোর ব্যবস্থাই থাকছে।
*ডেস্টিনেশন অন্নপ্রাশন উপলক্ষে হালিশহরের যে বিশাল বাড়িটিতে গিয়েছেন তাঁরা, সেটিকে ফুলে ফুলে সাজিয়ে  তোলা হয়েছে। তাতে রয়েছে রাজস্থানি টাচ। পর পর তাঁবু বানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, যা থেকে স্পষ্ট বুফে সিস্টেমে খাওয়ানোর ব্যবস্থাই থাকছে।
advertisement
8/9
*হালিশহরে মুখেভাতের অনুষ্ঠান চলছে। উপস্থিত হয়েছেন রাজ-শুভশ্রীর নিকট আত্মীয় এবং বন্ধুরা। কিন্তু আজ সবার নজর ইউভানের দিকেই। যদিও ছোট্ট শিম্বার নজর মায়ের দিকেই। ছবি: ইনস্টাগ্রাম।
*হালিশহরে মুখেভাতের অনুষ্ঠান চলছে। উপস্থিত হয়েছেন রাজ-শুভশ্রীর নিকট আত্মীয় এবং বন্ধুরা। কিন্তু আজ সবার নজর ইউভানের দিকেই। যদিও ছোট্ট শিম্বার নজর মায়ের দিকেই। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/9
*অন্নপ্রাশনের দিনে মা-বাবার কোলে ছোট্ট শিম্বা। ছবি: ইনস্টাগ্রাম।
*অন্নপ্রাশনের দিনে মা-বাবার কোলে ছোট্ট শিম্বা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement