ছেলেকে নিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে গণেশ বন্দনায় রচনা, দেখুন নায়িকার ঠাকুরঘরের ছবি

Last Updated:
গণেশের পাশে জগন্নাথ!গণেশ পুজোয় হল হোমযোজ্ঞ৷
1/14
▪️ গণেশ পুজোয়ে বাংলা জনপ্রিয় রিয়ালিটি শোর নম্বর ওয়ান দিদি, রচনা কাটালেন বাড়িতে, ছেলের সঙ্গে৷ বাড়িতে বড় করে হল গণেশ বন্দনা৷
▪️ গণেশ পুজোয়ে বাংলা জনপ্রিয় রিয়ালিটি শোর নম্বর ওয়ান দিদি, রচনা কাটালেন বাড়িতে, ছেলের সঙ্গে৷ বাড়িতে বড় করে হল গণেশ বন্দনা৷
advertisement
2/14
▪️বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ গণেশ চতুর্থীতে বাড়িতে হল হোমযোজ্ঞ৷
▪️বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ গণেশ চতুর্থীতে বাড়িতে হল হোমযোজ্ঞ৷
advertisement
3/14
▪️ খুবই ধর্মপ্রাণ রচনা৷ নিয়মিত বাড়িতে পুজার্চনা করেন তিনি৷ তাই গণেশ পুজোও বাদ গেল না৷ নিজে হাতে পুজোর আয়োজন করলেন নায়িকা৷
▪️ খুবই ধর্মপ্রাণ রচনা৷ নিয়মিত বাড়িতে পুজার্চনা করেন তিনি৷ তাই গণেশ পুজোও বাদ গেল না৷ নিজে হাতে পুজোর আয়োজন করলেন নায়িকা৷
advertisement
4/14
▪️ সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর চোখের মণি, তাঁর ছেলে৷
▪️ সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর চোখের মণি, তাঁর ছেলে৷
advertisement
5/14
▪️ পুরোহিতের সঙ্গে পুজোর জোগার ও আরাধনায় রচনা৷
▪️ পুরোহিতের সঙ্গে পুজোর জোগার ও আরাধনায় রচনা৷
advertisement
6/14
▪️ আরতির পর সেই পঞ্চপ্রদীপের আশিষ ছেলের মাথায় ছুঁয়ে দিলেন তিনি৷ অভিনেত্রী নন, এই সময় তিনি যেন একেবারে ঘরের কর্তীৃ, ছেলের মা!
▪️ আরতির পর সেই পঞ্চপ্রদীপের আশিষ ছেলের মাথায় ছুঁয়ে দিলেন তিনি৷ অভিনেত্রী নন, এই সময় তিনি যেন একেবারে ঘরের কর্তীৃ, ছেলের মা!
advertisement
7/14
▪️ বাড়ির সকলের এবং অবশ্যই ছেলের মঙ্গলকামনায় বাড়িতে নিয়মনিষ্ঠাভরে হোমযোজ্ঞ করলেন অভিনেত্রী৷
▪️ বাড়ির সকলের এবং অবশ্যই ছেলের মঙ্গলকামনায় বাড়িতে নিয়মনিষ্ঠাভরে হোমযোজ্ঞ করলেন অভিনেত্রী৷
advertisement
8/14
▪️ গণেশ বন্দনায় কোনও খামতি ছিল না৷ ব্যবস্থা ছিল নানা ধরণের মিষ্টি প্রসাদের৷
▪️ গণেশ বন্দনায় কোনও খামতি ছিল না৷ ব্যবস্থা ছিল নানা ধরণের মিষ্টি প্রসাদের৷
advertisement
9/14
▪️ এবং অবশ্যই ছিল লাড্ডু৷ গণেশের পছন্দের লাড্ডু, তাই গণেশ পুজো লাড্ডু ছাড়া হয় না৷ গণেশ পুজোয়ে তাই ঠাকুরকে লাড্ডু নিবেদন করলেন রচনা৷
▪️ এবং অবশ্যই ছিল লাড্ডু৷ গণেশের পছন্দের লাড্ডু, তাই গণেশ পুজো লাড্ডু ছাড়া হয় না৷ গণেশ পুজোয়ে তাই ঠাকুরকে লাড্ডু নিবেদন করলেন রচনা৷
advertisement
10/14
▪️ তবে শুধু মিষ্টি নয়, অন্যধরণের প্রসাদের ব্যবস্থা ছিল৷
▪️ তবে শুধু মিষ্টি নয়, অন্যধরণের প্রসাদের ব্যবস্থা ছিল৷
advertisement
11/14
▪️ পুজোর সময় আবারও ছবি তোলাও হল৷ রচনার ছেলে এই জুলাই মাসেই পড়েছে ১৩ বছরে৷ লকডাউনে বাড়িতে ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে খুবই খুশি নায়িকা৷
▪️ পুজোর সময় আবারও ছবি তোলাও হল৷ রচনার ছেলে এই জুলাই মাসেই পড়েছে ১৩ বছরে৷ লকডাউনে বাড়িতে ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে খুবই খুশি নায়িকা৷
advertisement
12/14
▪️ পুজো শেষে ঠাকুরঘরের সামেনই মা ও ছেলে ছবি তুললেন৷
▪️ পুজো শেষে ঠাকুরঘরের সামেনই মা ও ছেলে ছবি তুললেন৷
advertisement
13/14
▪️ এই হল রচনার ঠাকুরঘর৷ এখানেই প্রতিদিন পুজো করেন তিনি৷ রচনা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের ভক্ত, সেকথা সকলেই জানেন৷ রথে তাঁর বাড়িতে পুজোও হয়৷ তাই তো ঠাকুর আসন আলো করে আছেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা৷ এছাড়া সদ্য পুজিত গণেশ রয়েছেন৷ সঙ্গে আরও দেবদেবী অধিষ্ঠান করছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর আসনে৷
▪️ এই হল রচনার ঠাকুরঘর৷ এখানেই প্রতিদিন পুজো করেন তিনি৷ রচনা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের ভক্ত, সেকথা সকলেই জানেন৷ রথে তাঁর বাড়িতে পুজোও হয়৷ তাই তো ঠাকুর আসন আলো করে আছেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা৷ এছাড়া সদ্য পুজিত গণেশ রয়েছেন৷ সঙ্গে আরও দেবদেবী অধিষ্ঠান করছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর আসনে৷
advertisement
14/14
▪️ এছাড়া সদ্য পুজিত গণেশ রয়েছেন৷ রয়েছেন রাধাকৃষ্ণ৷ সঙ্গে আরও দেবদেবী অধিষ্ঠান করছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর আসনে৷
▪️ এছাড়া সদ্য পুজিত গণেশ রয়েছেন৷ রয়েছেন রাধাকৃষ্ণ৷ সঙ্গে আরও দেবদেবী অধিষ্ঠান করছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর আসনে৷
advertisement
advertisement
advertisement