নায়িকা-সাংসদ নুসরতের সঙ্গে আগামিকালই বিয়ে, মেহেন্দিতে এভাবেই সাজলেন পাত্র নিখিল জৈন

Last Updated:
1/6
♦ টলিউড এখন ওয়েডিং ফিভারে কাবু ৷ এই তো কিছুদিন আগেই টলি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর বন্ধু রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম
♦ টলিউড এখন ওয়েডিং ফিভারে কাবু ৷ এই তো কিছুদিন আগেই টলি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর বন্ধু রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম
advertisement
2/6
♦ আর আগামিকালই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরত জাহান ৷ টলিউডে এই প্রথম ডেস্টিনেশন ওয়েডিং ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ আর আগামিকালই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরত জাহান ৷ টলিউডে এই প্রথম ডেস্টিনেশন ওয়েডিং ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ সুদূর তুরস্কের বোদরুম শহরে বসেছে বিয়ের আসর ৷ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান ৷ তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান ৷ গতকাল বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কায়া’র প্রাইভেট সি বিচের উপর ইয়ট পার্টি হয়ে গিয়েছে ৷ আজ দুপুরে মেহেন্দি আর রাতে সঙ্গীত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সুদূর তুরস্কের বোদরুম শহরে বসেছে বিয়ের আসর ৷ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান ৷ তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান ৷ গতকাল বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কায়া’র প্রাইভেট সি বিচের উপর ইয়ট পার্টি হয়ে গিয়েছে ৷ আজ দুপুরে মেহেন্দি আর রাতে সঙ্গীত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
♦ সব মিলিয়ে জমে গিয়েছে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে বিয়ের অনুষ্ঠান ৷ যতই তিনি হোন না কেন বড় ব্যবসায়ী, হবু স্ত্রী টলিউডের নামী নায়িকা তার উপর লোকসভা নির্বাচনে জিতে তিনি এখন সাংসদও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সব মিলিয়ে জমে গিয়েছে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে বিয়ের অনুষ্ঠান ৷ যতই তিনি হোন না কেন বড় ব্যবসায়ী, হবু স্ত্রী টলিউডের নামী নায়িকা তার উপর লোকসভা নির্বাচনে জিতে তিনি এখন সাংসদও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
♦ সব মিলিয়ে নুসরতের এই ব্যাপারগুলি যে নিখিলের খুবই পছন্দ সে কথা বারবারই জানিয়েছেন নিখিল ৷ আর কিছুমাত্র সময়ের অপেক্ষা তারপরেই চার হাত এক হতে চলেছে ৷ বেশ এক্সাইটেড নিখিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সব মিলিয়ে নুসরতের এই ব্যাপারগুলি যে নিখিলের খুবই পছন্দ সে কথা বারবারই জানিয়েছেন নিখিল ৷ আর কিছুমাত্র সময়ের অপেক্ষা তারপরেই চার হাত এক হতে চলেছে ৷ বেশ এক্সাইটেড নিখিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ আজ মেহেন্দির অনুষ্ঠানে যেভাবে পাত্র নিখিল সেজেছিলেন, নিজেই পোস্ট করলেন ছবি ৷ বেস্টফ্রেন্ড প্রতীক বাজোরিয়ার সঙ্গে ছবি তুললেন নিখিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ আজ মেহেন্দির অনুষ্ঠানে যেভাবে পাত্র নিখিল সেজেছিলেন, নিজেই পোস্ট করলেন ছবি ৷ বেস্টফ্রেন্ড প্রতীক বাজোরিয়ার সঙ্গে ছবি তুললেন নিখিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement