‘কখনও ছেড়ে যাব না’... উষ্ণ ছবি শেয়ার করে স্বামী নিখিলের জন্য আবেগঘন পোস্ট দিলেন নুসরত

Last Updated:
1/12
• চার হাত এক হল ৷ এতদিনের সম্পর্ক পূর্ণতা পেল অবশেষে ৷ বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়ে গেল অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের।
• চার হাত এক হল ৷ এতদিনের সম্পর্ক পূর্ণতা পেল অবশেষে ৷ বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়ে গেল অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের।
advertisement
2/12
• টুকটুকে লাল লেহেঙ্গা-চোলিতে সেজেছিলেন নুসরত ৷ সঙ্গে ছিল ভারী গয়নাও ৷ একেবারে খাঁটি ভারতীয় লুকে দূর্দান্ত লাগছিল তাঁকে দেখতে ৷
• টুকটুকে লাল লেহেঙ্গা-চোলিতে সেজেছিলেন নুসরত ৷ সঙ্গে ছিল ভারী গয়নাও ৷ একেবারে খাঁটি ভারতীয় লুকে দূর্দান্ত লাগছিল তাঁকে দেখতে ৷
advertisement
3/12
• জানা গিয়েছে, নুসরতের বিয়ের ওই লেহেঙ্গা ডিজাইন করে দিয়েছেন খোদ স্বামী নিখিল ৷ আর নিখিলের আইভরি রঙা শেরওয়ানি ডিজাইন করেছেন রোহিত বাল ৷
• জানা গিয়েছে, নুসরতের বিয়ের ওই লেহেঙ্গা ডিজাইন করে দিয়েছেন খোদ স্বামী নিখিল ৷ আর নিখিলের আইভরি রঙা শেরওয়ানি ডিজাইন করেছেন রোহিত বাল ৷
advertisement
4/12
• তুরস্কের মাটিতে তখন রাত সাড়ে ৮টা ৷ সবে সূর্যাস্ত হচ্ছে ৷ সেই আলো-আঁধারির গোধূলি লগ্নেই সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত ৷ বিয়েতে উপস্থিত ছিলেন ১০০ জন অতিথি ৷
• তুরস্কের মাটিতে তখন রাত সাড়ে ৮টা ৷ সবে সূর্যাস্ত হচ্ছে ৷ সেই আলো-আঁধারির গোধূলি লগ্নেই সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত ৷ বিয়েতে উপস্থিত ছিলেন ১০০ জন অতিথি ৷
advertisement
5/12
• জানা যাচ্ছে, কলকাতায় ফিরে আইনি মতে বিয়ে সারবেন যুগলে ৷
• জানা যাচ্ছে, কলকাতায় ফিরে আইনি মতে বিয়ে সারবেন যুগলে ৷
advertisement
6/12
• বিয়েতে নুসরতের ছবি ‘শত্রু’-র হিট গান ‘জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে...’ গানে নাচেন বেস্ট ফ্রেন্ড মিমি চক্রবর্তী ৷ • তুরস্কের বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বসেছিল বিয়ের আসর ৷
• বিয়েতে নুসরতের ছবি ‘শত্রু’-র হিট গান ‘জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে...’ গানে নাচেন বেস্ট ফ্রেন্ড মিমি চক্রবর্তী ৷ • তুরস্কের বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বসেছিল বিয়ের আসর ৷
advertisement
7/12
• কলকাতার বাড়িতে একপ্রস্থ ‘হলদি’ সেরিমনি সেরে ফেলেছিলেন নুসরত। তারপর বোদরুমের আরও একবার রয়েছে গায়ে হলুদের পর্ব।
• কলকাতার বাড়িতে একপ্রস্থ ‘হলদি’ সেরিমনি সেরে ফেলেছিলেন নুসরত। তারপর বোদরুমের আরও একবার রয়েছে গায়ে হলুদের পর্ব।
advertisement
8/12
• এ ছাড়াও ১৮ তারিখে ছিল মেহেন্দি এবং সঙ্গীতের জমাটি আসর। আর ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। তার জন্য বিশেষ ব্যবস্থা কাপলাঙ্কায়াতে।
• এ ছাড়াও ১৮ তারিখে ছিল মেহেন্দি এবং সঙ্গীতের জমাটি আসর। আর ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। তার জন্য বিশেষ ব্যবস্থা কাপলাঙ্কায়াতে।
advertisement
9/12
• মেনুতে ছিল এশিয়ান, টার্কিশ এবং মেডিটেরেনিয়ান ছোঁয়া। কখনও জমকালো লেহঙ্গা, আবার কখনও ইন্দো-ওয়েস্টার্ন টাচে সেজে উঠেছিলেন নুসরত-নিখিল, শোনা গিয়েছে তেমনটাই। অতিথিদের ঘর সাজানো ছিল ফুল দিয়ে।
• মেনুতে ছিল এশিয়ান, টার্কিশ এবং মেডিটেরেনিয়ান ছোঁয়া। কখনও জমকালো লেহঙ্গা, আবার কখনও ইন্দো-ওয়েস্টার্ন টাচে সেজে উঠেছিলেন নুসরত-নিখিল, শোনা গিয়েছে তেমনটাই। অতিথিদের ঘর সাজানো ছিল ফুল দিয়ে।
advertisement
10/12
• ফুল দিয়েই বানানো হয়েছে ‘এনজে’লোগো। ১৯ তারিখ সাবেকি মতে বিয়ে সারলেন নুসরত এবং নিখিল।
• ফুল দিয়েই বানানো হয়েছে ‘এনজে’লোগো। ১৯ তারিখ সাবেকি মতে বিয়ে সারলেন নুসরত এবং নিখিল।
advertisement
11/12
• বিয়ে শেষ হতেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একই সঙ্গে একই ছবি পোস্ট করেন দম্পতি ৷ • অফিসিয়াল ঘোষণাও করেন সেই পোস্টের মাধ্যমেই ৷ এরপরেই স্বামীর হাতে হাত রাখা একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন নুসরত ৷
• বিয়ে শেষ হতেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একই সঙ্গে একই ছবি পোস্ট করেন দম্পতি ৷ • অফিসিয়াল ঘোষণাও করেন সেই পোস্টের মাধ্যমেই ৷ এরপরেই স্বামীর হাতে হাত রাখা একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন নুসরত ৷
advertisement
12/12
• সেখানে লেখেন, ‘‘আমরা কখনও একে অপরকে ছেড়ে যাব না ৷ তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না নিখিল...৷’’
• সেখানে লেখেন, ‘‘আমরা কখনও একে অপরকে ছেড়ে যাব না ৷ তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না নিখিল...৷’’
advertisement
advertisement
advertisement