1/ 6


•বন্দিদশা যেন আর কাটছেই না৷ ঘরে বসে বসে আটকে থেকে দম বন্ধ হয়ে যাওয়ার জোগার৷ তাই তো একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দুই তারকা দম্পতি বেরিয়ে পড়লেন৷ গন্তব্য নৈনিতাল৷
2/ 6


•নৈনিতালের ঠান্ডা মনোরম পরিবেশে একে অপরকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হলেন গৌরব-ঋদ্ধিমা৷ ঋদ্ধিমা লিখলেন, হাল্কা বাতাস, সুন্দর পাতার মাঝে তুমি ও আমি৷ এটাই তো প্রেমের পূর্ণতা!
5/ 6


•তারা বিবাহিত৷ তবে দেখে বোঝার উপায় নেই৷ তাদের দেখলে এখনও মনে হয় যেন কলেজ পড়ুয়া৷ এমনই সরলতা ধরা পড়ে গৌরব-ঋদ্ধিমার মুখে৷ তাই তো তাদের একসঙ্গে দেখলে এখনও বেশ প্রেমিক-প্রেমিকা হিসেবে মনে হয়৷ তারাই এখন রয়েছেন নৈনিতালে৷