Monami Ghosh : ‘চুমু তোমার লাল টুকটুকে কোমরে’, মনামী ঘোষের ছবিতে অশ্লীল মন্তব্য! জবাব দিলেন মৌ-বৌদির 'অনুরাগী'...

Last Updated:
এর মধ্যেই হইচই-তে বেশ জনপ্রিয়তা পেয়েছে মনামীর (Monami Ghosh) ‘মৌচাক’। সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২ এর মঞ্চে বিচারকের আসনেও লাস্যে-হাস্যে চোখ টানছেন এই টলি সুন্দরী। তাঁর অনুরাগীর সংখ্যাও বাড়ছে দিন দিন।
1/4
সম্প্রতি নীলপরি হয়ে ধরা দিয়েছেন ইনস্টায়। নীল শাড়ি ও প্রিন্টেড ব্লাউজে ছবি শেয়ার করেছেন টলিপাড়ার মনামী ঘোষ। ছবিতে নজর কেড়েছে মনামীর ছিপছিপে কোমর। আর তাতেই কাত অনুরাগীদের একাংশ। ‘উফফ কি লাগছে’, ‘কেন তুমি এত সুন্দর’, ‘এভাবে আর বুকে ব্যথা দিও না’, ‘পাগল হয়ে যাব তো’-র মতো একাধিক কমেন্ট পড়েছে সে ছবিতে। আর সেই ছবিতেই কমেন্ট করতে গিয়ে শ্লীলতার সীমারেখা পেরিয়েছেন এক নেট নাগরিক।
সম্প্রতি নীলপরি হয়ে ধরা দিয়েছেন ইনস্টায়। নীল শাড়ি ও প্রিন্টেড ব্লাউজে ছবি শেয়ার করেছেন টলিপাড়ার মনামী ঘোষ। ছবিতে নজর কেড়েছে মনামীর ছিপছিপে কোমর। আর তাতেই কাত অনুরাগীদের একাংশ। ‘উফফ কি লাগছে’, ‘কেন তুমি এত সুন্দর’, ‘এভাবে আর বুকে ব্যথা দিও না’, ‘পাগল হয়ে যাব তো’-র মতো একাধিক কমেন্ট পড়েছে সে ছবিতে। আর সেই ছবিতেই কমেন্ট করতে গিয়ে শ্লীলতার সীমারেখা পেরিয়েছেন এক নেট নাগরিক।
advertisement
2/4
তিনি আবদার রেখেছেন মনামীর কোমরে চুমু খাওয়ার। অর্ণব খাস্তগির নামে ওই ব্যক্তির মন্তব্য নজর কেড়েছে অন্য নেটিজেনদেরও। কারণ নিজের 'কমেন্টে' অর্ণব লিখেছেন,‘উফফ! চুম্মা তোমার লাল টুকটুকে কোমরে’। নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রকাশ্যে এরকম মন্তব্য করায় রোষ প্রকাশ করেছেন মনামীর এক অনুরাগী। জিজ্ঞেস করেছেন, ‘কেন ঘরে বউ নেই’? Photo : Instagram
তিনি আবদার রেখেছেন মনামীর কোমরে চুমু খাওয়ার। অর্ণব খাস্তগির নামে ওই ব্যক্তির মন্তব্য নজর কেড়েছে অন্য নেটিজেনদেরও। কারণ নিজের 'কমেন্টে' অর্ণব লিখেছেন,‘উফফ! চুম্মা তোমার লাল টুকটুকে কোমরে’। নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রকাশ্যে এরকম মন্তব্য করায় রোষ প্রকাশ করেছেন মনামীর এক অনুরাগী। জিজ্ঞেস করেছেন, ‘কেন ঘরে বউ নেই’? Photo : Instagram
advertisement
3/4
উমা বৌদি, ঝুমা বৌদি আর ফুলওয়া বৌদির পর দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলেছেন মৌ-বৌদি। এই সিরিজ দিয়েই OTT প্ল্যাটফর্মে হাতে খড়ি হল মনামীর। এর মধ্যেই হইচই-তে বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘মৌচাক’। সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২ এর মঞ্চে বিচারকের আসনেও লাস্যে-হাস্যে চোখ টানছেন এই টলি সুন্দরী। তাঁর অনুরাগীর সংখ্যাও বাড়ছে দিন দিন।
উমা বৌদি, ঝুমা বৌদি আর ফুলওয়া বৌদির পর দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলেছেন মৌ-বৌদি। এই সিরিজ দিয়েই OTT প্ল্যাটফর্মে হাতে খড়ি হল মনামীর। এর মধ্যেই হইচই-তে বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘মৌচাক’। সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২ এর মঞ্চে বিচারকের আসনেও লাস্যে-হাস্যে চোখ টানছেন এই টলি সুন্দরী। তাঁর অনুরাগীর সংখ্যাও বাড়ছে দিন দিন।
advertisement
4/4
স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মনামী ঘোষ। পছন্দ করেন নিজের নানা ধরনের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে। টলিউডের মোস্ট স্টাইলিশ অভিনেত্রীর মুকুট খুব সহজেই তুলে দেওয়া সম্ভব মনামীর মাথায়। অভিনেত্রীর রূপের জাদুতে কাত সকলেই। সম্প্রতি ‘হইচই’তে মৌ-বউদি রূপে ধরা দিয়েছেন একটু অন্য মেজাজে। দুষ্টু-মিষ্টি মৌ বউদি হয়ে দর্শকদের মন কাড়তে কোনও কসুর রাখছেন না মনামী।
স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মনামী ঘোষ। পছন্দ করেন নিজের নানা ধরনের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে। টলিউডের মোস্ট স্টাইলিশ অভিনেত্রীর মুকুট খুব সহজেই তুলে দেওয়া সম্ভব মনামীর মাথায়। অভিনেত্রীর রূপের জাদুতে কাত সকলেই। সম্প্রতি ‘হইচই’তে মৌ-বউদি রূপে ধরা দিয়েছেন একটু অন্য মেজাজে। দুষ্টু-মিষ্টি মৌ বউদি হয়ে দর্শকদের মন কাড়তে কোনও কসুর রাখছেন না মনামী।
advertisement
advertisement
advertisement