1/ 5


• আলোর উৎসবে মেতেছে সকলে। এ বছর সত্যিকারের আলোর উৎসব। বাজি পোড়ানো বারণ, তাই শুধু থাকছে আলোর রোশনাই। এই উৎসবে মেতেছেন সাংসদ-অভিনেতা মিমি চক্রবর্তী। কালি পুজো ও দীপাবলি শুভেচ্ছা জানালেন মিষ্টি নায়িকা।
2/ 5


• প্রতি বছরই বাজি না পোড়ানোর আবেদন করেন মিমি। এই বছর করোনার জন্য বিশেষ করে কোনও রকম বাজি পোড়াতে বারণ করলেন মিমি।
3/ 5


• মিমির বাড়িতে শারমেয় রয়েছে। পোষ্যদের এই সময় খুব কষ্ট হয়। তাই মিমি বাজি পোড়ানোর পক্ষপাতি কখনোই নন।