মেহেন্দির আসরে দেখা দিলেন কনে নুসরত, দেখুন কেমন লাগছিল তাঁকে?

Last Updated:
1/8
• দেখতে দেখতে এসে গেল বিয়ের দিন ৷ আজই তুরস্কের বোদরুমে বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন টলি অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• দেখতে দেখতে এসে গেল বিয়ের দিন ৷ আজই তুরস্কের বোদরুমে বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন টলি অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
2/8
• গতকাল ছিল নিখিল-নুসরতের মেহেন্দির অনুষ্ঠান ৷ যদিও নায়িকার পায়ে আগেই দেখা গিয়েছিল মেহেন্দির নক্সা ৷ সম্ভবত পায়ের মেহেন্দি তিনি করে গিয়েছিলেন দেশ থেকেই ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• গতকাল ছিল নিখিল-নুসরতের মেহেন্দির অনুষ্ঠান ৷ যদিও নায়িকার পায়ে আগেই দেখা গিয়েছিল মেহেন্দির নক্সা ৷ সম্ভবত পায়ের মেহেন্দি তিনি করে গিয়েছিলেন দেশ থেকেই ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
3/8
• কিন্তু এতদিন হাত ছিল ফাঁকা ৷ অবশেষে নিখিলের নামে সেই হাতে মেহেন্দি পড়ল ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• কিন্তু এতদিন হাত ছিল ফাঁকা ৷ অবশেষে নিখিলের নামে সেই হাতে মেহেন্দি পড়ল ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
4/8
• গতকাল সন্ধ্যেয় ছিল নুসরত-নিখিলের সঙ্গীতের অনুষ্ঠানও ৷ এই অনুষ্ঠানের থিম ছিল বোহেমিয়ান স্টাইল ৷ বোদরুমের এল ভি হোটেল লাউঞ্জে ধুমধাম করে পালন করা হল সেই রেওয়াজ ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• গতকাল সন্ধ্যেয় ছিল নুসরত-নিখিলের সঙ্গীতের অনুষ্ঠানও ৷ এই অনুষ্ঠানের থিম ছিল বোহেমিয়ান স্টাইল ৷ বোদরুমের এল ভি হোটেল লাউঞ্জে ধুমধাম করে পালন করা হল সেই রেওয়াজ ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
5/8
• স্থানীয় ড্রান্স ট্রুপের পারফর্ম্যান্স ছিল দেখার মতো ৷ তাছাড়া নিখিল, নুসরতের বন্ধুরাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• স্থানীয় ড্রান্স ট্রুপের পারফর্ম্যান্স ছিল দেখার মতো ৷ তাছাড়া নিখিল, নুসরতের বন্ধুরাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
6/8
• পারফর্ম করেছেন নায়িকার ‘ডাই হার্ট দোস্ত’ আর এক তারকা-সাংসদ মিমি চক্রবর্তীও ৷ নিজস্ব চিত্র ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• পারফর্ম করেছেন নায়িকার ‘ডাই হার্ট দোস্ত’ আর এক তারকা-সাংসদ মিমি চক্রবর্তীও ৷ নিজস্ব চিত্র ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
7/8
• বোদরুমের হোটেলের লাউঞ্জে সেই অনুষ্ঠান চলাকালীন এক ঝলক দেখা গেল হবু কনে নুসরতকে ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• বোদরুমের হোটেলের লাউঞ্জে সেই অনুষ্ঠান চলাকালীন এক ঝলক দেখা গেল হবু কনে নুসরতকে ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
8/8
• সম্ভবত ফুসিয়া রঙা লেহেঙ্গায় সেজেছিলেন নায়িকা ৷ সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
• সম্ভবত ফুসিয়া রঙা লেহেঙ্গায় সেজেছিলেন নায়িকা ৷ সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷ ছবি: নুসরত জাহানের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement