জোকার-এ বাজিমাত দম দম চলচিত্র উৎসব!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
৩ ফেব্রুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব।
বছরের এই সময় উৎসব মুখর হয়ে ওঠে কলকাতা। ফ্লাওয়ার শো, ফুড ফেস্টিভ্যাল,থিয়েটার ফেস্টিভ্যাল,নানা রকমেরসো আরও কত কী। তারই মাঝে দারুন চমক অব্যশই দম দম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই বছর এই চলচিত্র উৎসবের পঞ্চম বর্ষ। প্রতি বছরই দারুন কিছু দেশি বিদেশী ছবির সম্ভার নিয়ে সেজে ওঠে দম দম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রধান উদ্যোক্তা ব্রাত্য বসুর সঙ্গে অব্যশই ছিলেন দক্ষিণ দমদমের চেয়ারম্যান ইন কাউন্সিল প্রবীর পল। এবছর উৎসবের বড় প্রাপ্তি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ।
advertisement
বহুবার এই শহরে এসেছেন অনুরাগ, তবুও এই শহরের ডাকে কখনই না করতে পারেন না তিনি। সিটি অফ জয় তার খুবই কাছের। ঠিক সেই কারণেই উপলক্ষ যখন ফিল্ম ফেস্টিভ্যাল তখন আর কী করে না করেন অনুরাগ। ৩ ফেব্রুয়ারী ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে বেশ খোশ মেজাজে দেখা গেল দুই পরিচালকে। সিনেমা নিয়ে দেদার আড্ডা তো চললই তবেই এরকম একটি উদ্যোগ দেখে অনুরাগ যে আপ্লুত তাও শোনা গেল পরিচালকের মুখে।
advertisement
এবারে দম দম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ছবির তালিকাও বেশ ঈর্ষণী।৩ ফেব্রুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব।প্রথম দিনেই ইনঅগুরাল ফিল্ম হিসেবে বেছে নেওয়া হয় গত বছরের বাংলা ছবি বহমান।অনুমিতা দাসগুপ্ত পরিচালিত এই ছবি ইতি মধ্যেই প্রশংসা পেয়েছে নানা মহলে।এইছবিতে কাজও করেছেন ব্রাত্য বসু।এর পরে তিন দিনে দুটো করে ছবি দেখানো হবে এখানে।৪ ফেব্রুয়ারী দেখানো হয় স্পেনের ছবি পেন এন্ড গ্লোরি,পরিচালক পেদ্রো আলমোদোভার এবং তার সঙ্গে ছিল জাপানের ছবি কিলিং ,পরিচালক শিন্যা সুকামোতো।
advertisement
advertisement