*লাল পেড়ে সাদা শাড়ি, হাতের শাঁখা পলা কপালে সিঁদুরের টিপ, সন্দীপ্তাকে দারুণ মানিয়েছে মা সারদা হিসেবে। তাঁর চোখে-মুখে রয়েছে এক অদ্ভুত দীপ্তি। মা সারদা হিসেবে অন্য কাউকে এত ভাল মানাত কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহাসিক ধারাবাহিকের অংশ হতে পেরে সন্দীপ্তাও বেশ খুশি। ছোটপর্দায় কামব্যাকের জন্য এর চেয়ে ভাল সুযোগ পাওয়া মুশকিল ছিল। (Arunima Dey)