হোম » ছবি » বিনোদন » জন্মভূমি থেকে রাসমণি...অগুন্তি সিরিয়ালে কাজ... হাসি দিয়ে যন্ত্রণা ঢেকে রাখতেন গৌতম
জন্মভূমি থেকে রাসমণি...অগুন্তি সিরিয়ালে কাজ... হাসি দিয়ে যন্ত্রণা ঢেকে রাখতেন গৌতম
Bangla Editor
1/ 5
• গুণে শেষ করা যাবে না ৷ এত সিরিয়ালে মুখ দেখিয়েছেন তিনি ৷ অভিনয় ছিল তাঁর রক্তে ৷ আর সে কারণেই দশকের পর দশক ধরে নিজের জায়গাটা ধরে রেখেছিলেন জনপ্রিয় সিরিয়াল অভিনেতা গৌতম দে ৷
2/ 5
• একের পর এক হাই টিআরপি-র সিরিয়ালে মুখ দেখিয়েছেন ৷ বাবা-কাকা-জেঠু থেকে শুরু করে ডাক্তার-উকিল-পণ্ডিত সবার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷
3/ 5
• সিরিয়ালের সংখ্যা বহু হলেও যে কয়েকটি তার মধ্যে খুবই জনপ্রিয় ছিল তার মধ্যে অন্যতকম জন্মভূমি ৷ জনপ্রিয় সেই চরিত্রটির নাম ছিল ‘নরনারায়ণ’ ৷
4/ 5
• ‘তিথির অতিথি’, ‘ধ্যাৎ তেরিকা’, ‘এ কোন সকাল’-এও দেখা গিয়েছিল তাঁকে ৷
5/ 5
• এ ছাড়াও ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘হৃদয়হরণ বিএ পাস’, ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘কুসুমদোলা’, ‘জলনূপুর’, ‘ইষ্টি কুটুম’-এও চুটিয়ে অভিনয় করেছেন গৌতমবাবু ৷