

হই হই করে রঙ খেললেন বাংলার ছোট পর্দার তারকারা। সেইসব মুহূর্তের ছবিও শেয়ার করলেন অনেকেই। তবে এই বারের দোল কয়েকজন তারকা দম্পতির কাছে স্পেশাল। কারণ বিয়ের পরে এই প্রথম রঙ খেললেন তাঁরা। দেখে নেওয়া যাক তাঁদের রঙ খেলার কিছু বিশেষ মুহূর্ত।


নবদম্পতিদের মধ্যে অন্যতম গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। মহানায়ক উত্তম কুমারের পরিবারের বিয়ে বলে কথা! তাই এই বিয়ে নিয়ে প্রথম থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল।


দেবলীনা ও গৌরবের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের প্রায় সকলেই। প্রথম দোলে প্রেমের রঙে পরস্পরকে ভরিয়ে দিলেন দেবলীনা ও গৌরব। সাদা পোশাকে দোল খেললেন দুজনে।


টেলি পাড়ার আরও একটি আকর্ষণীয় বিয়ে ছিল অভিনেতা ওম সাহানি ও মিমি দত্তের বিয়ে। বৈদিক মতে বিয়ে করেছেন দুজনে।


বিয়ের পর প্রথম দোল। তাই সব কিছুই স্পেশাল আবির মাখিয়ে দিলেন পরস্পরের গালে। মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।


বিয়ে করেছেন টেলিভিশনের আর এক তারকা জুটি রুদ্রজিৎ ও প্রমিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছিল।


রুদ্রজিৎ ও প্রমিতাও বিয়ের পরে প্রথম রং খেললেন। নানা রঙের আবিরে পরস্পরকে রাঙিয়ে দিলেন দম্পতি। বাড়ির ছাদে পরিবারের সঙ্গে দোল খেললেন দুজনে।


মহানায়কের পরিবারে আরও একটি বিয়ে হয়েছে কিছুদিন আগেই। ত্বরিতা চট্টোপাধ্যায় ও জুপিটার বন্দ্যোপাধ্যায়। এই দুই টেলি তারকাও বিয়ে পরে প্রথম দোল বিশেষ করে তুলেছেন।