বিয়ের পিঁড়িতে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী-নীলাঞ্জন ঘোষ, সেরে ফেললেন প্রি-ওয়েডিং শ্যুট, রইল অ্যালবাম...

Last Updated:
1/8
*আইবুড়োভাত পর্ব চলছে। ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং মিউজিক কম্পোজার, সুরকার নীলাঞ্জন ঘোষ। ছবি: ইনস্টাগ্রাম। 
*আইবুড়োভাত পর্ব চলছে। ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং মিউজিক কম্পোজার, সুরকার নীলাঞ্জন ঘোষ। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
 *২০২০ সালের অক্টোবরে তৃতীয়ার দিনে বাগদান সেরে ফেলেছে দু'জনে। এবারে শুধু পালা ঘটা করে বিয়ের আনুষ্ঠানের পালা। ছবি: ইনস্টাগ্রাম। 
*২০২০ সালের অক্টোবরে তৃতীয়ার দিনে বাগদান সেরে ফেলেছে দু'জনে। এবারে শুধু পালা ঘটা করে বিয়ের আনুষ্ঠানের পালা। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*দরজায় কড়া নাড়ছে বিয়ের দিন। তার আগে আজ শুক্রবার ইমন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের প্রি-ওয়েডিংয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি মাত্র কয়েক ঘণ্টাতেই দেখে ফেলেছেন ইমনের হাজার হাজার ফ্যান। ছবি: ইনস্টাগ্রাম। 
*দরজায় কড়া নাড়ছে বিয়ের দিন। তার আগে আজ শুক্রবার ইমন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের প্রি-ওয়েডিংয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি মাত্র কয়েক ঘণ্টাতেই দেখে ফেলেছেন ইমনের হাজার হাজার ফ্যান। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
 *একই দিনে হবে বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠান। সিঁদুরদান এবং মালা বদলের পাশাপাশি চলবে দেদার আড্ডা এবং অতিথি আপ্যায়ন। ছবি: ইনস্টাগ্রাম। 
*একই দিনে হবে বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠান। সিঁদুরদান এবং মালা বদলের পাশাপাশি চলবে দেদার আড্ডা এবং অতিথি আপ্যায়ন। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*সকাল-সন্ধ্যা, দু’বেলাই সাবেকি সাজে তাক লাগাবেন নবদম্পতি। দু'জনের বেজায় ব্যস্ত। তাই বিয়ে এবং পরবর্তী অনুষ্ঠানের পোশাক নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয়েছে বন্ধু ডিজাইনার অভিষেক রায়ের ওপর। ছবি: ইনস্টাগ্রাম। 
*সকাল-সন্ধ্যা, দু’বেলাই সাবেকি সাজে তাক লাগাবেন নবদম্পতি। দু'জনের বেজায় ব্যস্ত। তাই বিয়ে এবং পরবর্তী অনুষ্ঠানের পোশাক নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয়েছে বন্ধু ডিজাইনার অভিষেক রায়ের ওপর। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/8
*গায়ে হলুদে ইমন পরবেন সাদা কেরল কটন। সঙ্গে থাকবে মানানসই ব্লাউজ। কনের সঙ্গে পাল্লা দিয়ে বর পরবেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। ছবি: ইনস্টাগ্রাম। 
*গায়ে হলুদে ইমন পরবেন সাদা কেরল কটন। সঙ্গে থাকবে মানানসই ব্লাউজ। কনের সঙ্গে পাল্লা দিয়ে বর পরবেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*বাঙালি বিয়ে বলে কথা, তাই বিয়েতে ডিজাইনার লাল বেনারসী পরবেন ইমন। বউকে টক্কর দিতে নীলাঞ্জন পরবেন লাল-সাদা কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম। 
*বাঙালি বিয়ে বলে কথা, তাই বিয়েতে ডিজাইনার লাল বেনারসী পরবেন ইমন। বউকে টক্কর দিতে নীলাঞ্জন পরবেন লাল-সাদা কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
8/8
*প্রসঙ্গত, ইতিমধ্যেই ব্যাচেলরেট পার্টি, আইবুড়োভাতের একাধিক পর্ব সেরে ফেলেছেন দু'জনে। এখন শুধুই সুরে সুরে দুটো মন মিলে যাওয়ার অপেক্ষা। ছবি: ইনস্টাগ্রাম।
*প্রসঙ্গত, ইতিমধ্যেই ব্যাচেলরেট পার্টি, আইবুড়োভাতের একাধিক পর্ব সেরে ফেলেছেন দু'জনে। এখন শুধুই সুরে সুরে দুটো মন মিলে যাওয়ার অপেক্ষা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement