• আর সেই ছবিই শেয়ার করলেন চট্টোপাধ্যায় পরিবারের গিন্নি ৷ সেখানে ফুটে উঠল গোটা পরিবারের ছবিটা ৷ লালপাড় সাদা গরদের শাড়িতে সুদীপা যেন নিজেই স্বয়ং দুর্গা ৷ সাদা পঞ্জাবীতে অগ্নিদেবকেও ভাল মানিয়েছিল ৷ বড় ছেলে আকাশও পরেছিলেন পাঞ্জাবী ৷ ছোট ছেলে আদিদেভের পরনে ছিল ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবী ৷ ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
• তেমন করে অঞ্জলি হল না, খাওযাদাওয়া, ঠাকুর দেখা, আমোদ-আহ্লাদ...সবেতেই মস্ত বড় ফাঁক থেকে গেল । কলকাতার বনেদীবাড়ি গুলির অ্যতম এই চট্টোপাধ্যায় বাড়ির পুজোও । এই পুজো ঘিরে প্রতি বছরই উন্মাদনা থাকে তুঙ্গে । সংবাদ মাধ্যম থেকে সেলিব্রিটি...সকলেই ভিড় করেন এই পুজো দেখতে । কিন্তু এ বছর বাড়ির আত্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল পুজো। ছবি: সুদীপার ফেসবুক পেজ ।