করোনা আক্রান্ত অপরাজিতা আঢ্য, তা সত্ত্বেও মা লক্ষ্মীকে সাজালেন নিজের হাতে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
২২ অক্টোবর অপরাজিতার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই গৃহবন্দি তিনি।
• সময়টা ভাল যাচ্ছে না একেবারেই । ২০২০ সাল যেন সত্যিই বিশে বিষ । একের পর এক খারাপ খবর আসছে । তার সঙ্গে পৃথিবী জুড়ে শুরু হয়েছে অতিমারী করোনার দাপাদাপি । বহু তারকাদের আক্রান্ত হওয়ার খবরও এসেছে । এ বার করোনায় আক্রান্ত হলেন বড় পর্দা, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা অপরাজিতা আঢ্য । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement
• তবে করোনার কারণে মা লক্ষ্মীর থেকে মুখ ফিরিয়ে থাকবেন তা কী করে হয় । প্রতি বছরই অপরাজিতার বাড়ির লক্ষ্মী পুজোয় ব্যাপক জাঁকজমক হয় । এ বছর অতটা না হলেও পুজো তো আর বন্ধ করে দেওয়া যায় না । তাই হাজার শরীর খারাপ নিয়েও মা’কে নিজের হাতে সাজালেন অপরাজিতা । সেই ছবি শেয়ারও করলেন ইনস্টাগ্রামে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement
advertisement