চারদিকে বরফ, তার মধ্যে জারি প্রেমের উষ্ণতা! রইল জনপ্রিয় টলি-অভিনেত্রীর ব্যক্তিগত অ্যালবাম

Last Updated:
1/7
বিয়ের ছমাস এখনও হয়নি৷ তার মধ্যেই চলছে একের পর এক হানিমুন৷ এমনটা বলাই যায়, কারণ বিয়ের পর এই নিয়ে প্রায় কয়েকবার চলে গিয়েছেন বাইরে বেড়াতে৷  Photo Courtesy: Facebook
বিয়ের ছমাস এখনও হয়নি৷ তার মধ্যেই চলছে একের পর এক হানিমুন৷ এমনটা বলাই যায়, কারণ বিয়ের পর এই নিয়ে প্রায় কয়েকবার চলে গিয়েছেন বাইরে বেড়াতে৷ Photo Courtesy: Facebook
advertisement
2/7
স্বপ্নের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী৷ দিন কাটছে একেবারে ছবির মতোই৷ স্বামীর সঙ্গে এ যেন স্বপ্নের সফর অঙ্কিতার৷ গিয়েছেন সুইৎজারল্যান্ডে৷ Photo Courtesy: Facebook
স্বপ্নের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী৷ দিন কাটছে একেবারে ছবির মতোই৷ স্বামীর সঙ্গে এ যেন স্বপ্নের সফর অঙ্কিতার৷ গিয়েছেন সুইৎজারল্যান্ডে৷ Photo Courtesy: Facebook
advertisement
3/7
হানিমুনের জন্যে সেরা ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম সুইৎজারল্যান্ড৷ আপাতত সেখানেই কাটছে অভিনেত্রী অঙ্কিতার ছুটি৷ Photo Courtesy: Facebook
হানিমুনের জন্যে সেরা ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম সুইৎজারল্যান্ড৷ আপাতত সেখানেই কাটছে অভিনেত্রী অঙ্কিতার ছুটি৷ Photo Courtesy: Facebook
advertisement
4/7
কাঁচের ওপারের তাপমাত্রা হিমাঙ্কের নীচে৷ চারিদিক শুধুই বরফের চাদরে ঢাকা৷   সেই বরফের পাহাড় বেয়ে স্বামী সৌমিত্র পালের সঙ্গে চলছে ট্রেনের যাত্রা৷ সঙ্গে পাস্তা ও ওয়াইন! Photo Courtesy: Facebook
কাঁচের ওপারের তাপমাত্রা হিমাঙ্কের নীচে৷ চারিদিক শুধুই বরফের চাদরে ঢাকা৷ সেই বরফের পাহাড় বেয়ে স্বামী সৌমিত্র পালের সঙ্গে চলছে ট্রেনের যাত্রা৷ সঙ্গে পাস্তা ও ওয়াইন! Photo Courtesy: Facebook
advertisement
5/7
জানুয়ারি মাসেই বিয়ে হয়েছে অঙ্কিতা ও সৌমিত্রর৷ অ্যারেঞ্জড ম্যারাজ৷ তবে দু’জনের মনের মিল খুব৷ এরই মধ্যে কয়েকবার গিয়েছেন বেড়াতে৷ বিদেশে৷ নিজেদের সঙ্গে একান্তে সময় কাটাতে৷ Photo Courtesy: Facebook
জানুয়ারি মাসেই বিয়ে হয়েছে অঙ্কিতা ও সৌমিত্রর৷ অ্যারেঞ্জড ম্যারাজ৷ তবে দু’জনের মনের মিল খুব৷ এরই মধ্যে কয়েকবার গিয়েছেন বেড়াতে৷ বিদেশে৷ নিজেদের সঙ্গে একান্তে সময় কাটাতে৷ Photo Courtesy: Facebook
advertisement
6/7
অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন অঙ্কিতা৷ স্বামী সৌমিত্র পালও ব্যস্ত তাঁর কাজ নিয়ে৷ তিনি কলকাতায় থাকেন না৷ তাই তো অঙ্কিকাকে মাঝেমধ্যেই যেতে হয় অন্য রাজ্যে, স্বামীর কাছে৷ আর ছুটি পেলেই দু’জনে চলে যান ঘুরতে৷ Photo Courtesy: Facebook
অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন অঙ্কিতা৷ স্বামী সৌমিত্র পালও ব্যস্ত তাঁর কাজ নিয়ে৷ তিনি কলকাতায় থাকেন না৷ তাই তো অঙ্কিকাকে মাঝেমধ্যেই যেতে হয় অন্য রাজ্যে, স্বামীর কাছে৷ আর ছুটি পেলেই দু’জনে চলে যান ঘুরতে৷ Photo Courtesy: Facebook
advertisement
7/7
এখন তাঁরা রয়েছেন সুইৎজারল্যন্ডে৷ এখন সেখানে বেশ ঠান্ডা৷ তাতে কি প্রেমের উষ্ণতা তো রয়েছে! Photo Courtesy: Facebook
এখন তাঁরা রয়েছেন সুইৎজারল্যন্ডে৷ এখন সেখানে বেশ ঠান্ডা৷ তাতে কি প্রেমের উষ্ণতা তো রয়েছে! Photo Courtesy: Facebook
advertisement
advertisement
advertisement