উত্তম কুমারের পাত থেকে মাছের মাথা তুলে খেয়ে নিতেন সাবিত্রী! তাঁর জীবনে আজ ৮৩ নেমে এল!
Last Updated:
advertisement
advertisement
advertisement
উত্তম কুমারও খুব পছন্দ করতেন সাবিত্রীকে। তবে উত্তম কুমারকে ভাল বেসে ফেলেছিলেন সাবিত্রী। উত্তম সাবিত্রীকে পছন্দ করলেও বিয়ের কথা কখনও ভাবতে পারেননি। তবে সাবিত্রী বিয়ে করেননি। 'মৌ চাক' ছবির সময় লাঞ্চ করছিলেন সকলে মিলে। উত্তম কুমারের পাতে একটা মাছের মুড়ো দিতেই, লাফিয়ে পড়ে মাছের মাথাটা উত্তমের পাত থেকে তুলে নিলেন সাবিত্রী। উত্তম হেসে বলেছিলেন,'পাগলি একটা, এবার থেকে মাছের মাথা আমায় নয়। ওকেই দেবে তোমরা।' অন্য কেউ হলে খাবার ফেলে উঠে যেতেন উত্তম। সাবিত্রীকে এতটাই ভাল বাসতেন যে কখনও কিছু মনে করতেন না। photo source collected
advertisement