রাণু মণ্ডল এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন৷ রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবনই পাল্টে গিয়েছে৷ কলকাতা থেকে মুম্বই, তার এখন দেশব্যাপ্তি খ্যাতি৷ এবার রাণু মণ্ডল আসছেন ছবিতে!
advertisement
2/8
রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের এক পেয়ার কা নাগমা গানটি গেয়েছিলেন তিনি৷ স্টেশনে বন্ধুদের সঙ্গে গিয়ে সেই গান নজর কেড়েছিল রানাঘাটেরই যুবক অতীন্দ্রর৷ তিনি সেই গানটি রেকর্ড করে ফেসবুকে আপলোড করতেই বদলে যায় রাণু মণ্ডলের জীবন৷
advertisement
3/8
তিনি সেই গানটি রেকর্ড করে ফেসবুকে আপলোড করতেই বদলে যায় রাণু মণ্ডলের জীবন৷
advertisement
4/8
রাতারাতি তিনি তারকার সম্মান পেয়ে যান৷ হিমেশের সঙ্গে গান রেকর্ড করতে মুম্বই গিয়েছিলেন৷ তার গান ভীষণভাবেই ভাইরাল৷ সকলকে এখন শুনছেন সেই গান৷
advertisement
5/8
তার পাশাপাশি সলমন খান তাকে ফ্ল্যাট উপহার দিয়েছেন৷ সেই খবরও ভাইরাল৷
advertisement
6/8
সেই রাণুকে নিয়ে এবার ছবি তৈরি হচ্ছে৷ রাণু মণ্ডলকে নিয়ে এবার তৈরি বায়োপিক৷ তবে বলিউডে নয়, বাংলা ইন্ডাস্ট্রিতে৷ ছবির পরিচালক হৃষীকেশ মণ্ডল৷ তিনি জানিয়েছেন যে টলিউডের এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর সঙ্গে কথা চলছে৷ তাকেই সম্ভবত দেখা যাবে রাণুর চরিত্রে৷
advertisement
7/8
আর থাকবেন অতীন্দ্র৷ অর্থাৎ যিনি রাণুকে খুঁজে বার করেছিলেন, তিনিও থাকছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে৷
advertisement
8/8
আপাতত কথা চলছে অভিনেত্রীর সঙ্গে৷ পাকা হয়ে গেলেই রাণু কাহিনি ফুটে উঠবে বড় পর্দায়৷