'তুমি এখন আমার অংশ', রাজের জন্মদিনে আদরমাখা চুমু, উত্তাল ভালবাসায় মাতলেন শুভশ্রী

Last Updated:
শুভ জন্মদিন রাজ চক্রবর্তী
1/5
আজ রাজ চক্রবর্তীর জন্মদিন। সকাল সকাল স্বামীকে উষ্ণতায় ভরা শুভেচ্ছা রাজ-ঘরণী শুভশ্রীর।
আজ রাজ চক্রবর্তীর জন্মদিন। সকাল সকাল স্বামীকে উষ্ণতায় ভরা শুভেচ্ছা রাজ-ঘরণী শুভশ্রীর।
advertisement
2/5
ছবিটি পোস্ট করে শুভশ্রী লেখেন, কোনও কারণ ছাড়াই তোমার হাত ধরে থাকতে ভাললাগে। তোমার চোখে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি।
ছবিটি পোস্ট করে শুভশ্রী লেখেন, কোনও কারণ ছাড়াই তোমার হাত ধরে থাকতে ভাললাগে। তোমার চোখে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি।
advertisement
3/5
শুভশ্রী আরও লেখেন, '' ধন্যবাদ ভগবান, তুমি এরকম একটা মানুষ বানিয়েছ, যে এখন আমারও অংশ। জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিটে অনুভব করি, তোমাকে কতটা ভালবাসি।''
শুভশ্রী আরও লেখেন, '' ধন্যবাদ ভগবান, তুমি এরকম একটা মানুষ বানিয়েছ, যে এখন আমারও অংশ। জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিটে অনুভব করি, তোমাকে কতটা ভালবাসি।''
advertisement
4/5
ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে রাজ-কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী। ছবিতে সম্পূর্ণ রাজকে দেখা যায় না... স্পষ্ট শুধু দু'হাট, জড়িয়ে রয়েছেন শুভশ্রীকে। চরম আবেগ-ভালবাসায় রাজের হাতে চুমু খাচ্ছেন শুভশ্রী।
ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে রাজ-কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী। ছবিতে সম্পূর্ণ রাজকে দেখা যায় না... স্পষ্ট শুধু দু'হাট, জড়িয়ে রয়েছেন শুভশ্রীকে। চরম আবেগ-ভালবাসায় রাজের হাতে চুমু খাচ্ছেন শুভশ্রী।
advertisement
5/5
বর্ষবরণের রাতেও প্রকাশ্যে আসে রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহুর্ত । ২০১৯-এর শেষদিন একসঙ্গে পার্টি করলেন রাজশ্রী। পার্টির ফাঁকে এক অপরের ঠোঁটে ঠোঁট রেখে ২০২০-কে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী।
বর্ষবরণের রাতেও প্রকাশ্যে আসে রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহুর্ত । ২০১৯-এর শেষদিন একসঙ্গে পার্টি করলেন রাজশ্রী। পার্টির ফাঁকে এক অপরের ঠোঁটে ঠোঁট রেখে ২০২০-কে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী।
advertisement
advertisement
advertisement