বাংলা ছবির শতবর্ষ পূর্তি উপলক্ষে অরিন্দম শীলের ট্রিবিউট, আসছে নতুন ছবি ‘মায়াকুমারী’

Last Updated:
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায়।
1/6
মায়াকুমারী। অরিন্দম শীলের নতুন ছবি। তার শুভ মহরত হয়ে গেলো শুক্রবার। জমজমাট ছিল তারকাখচিত মহরত।
মায়াকুমারী। অরিন্দম শীলের নতুন ছবি। তার শুভ মহরত হয়ে গেলো শুক্রবার। জমজমাট ছিল তারকাখচিত মহরত।
advertisement
2/6
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায়।। এছাড়াও রয়েছেন ফালাক রশিদ রায়, শুভশ্রী কর সহ অনেকেই।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায়।। এছাড়াও রয়েছেন ফালাক রশিদ রায়, শুভশ্রী কর সহ অনেকেই।
advertisement
3/6
সিনেমা জুড়ে রয়েছে নানা পরত। পরিচালকের কথায় মায়াকুমারীর মাধ্যমে যেমন বাংলা ছবির ১০০ বছরকে শ্রদ্ধা জানানো হবে, ফিরে দেখা হবে বাংলা সিনেমার ইতিহাসকে, তেমনি এটি একটি মিউজিক্যাল রেট্রও। সিনেমায় থাকবে মোট ১১টি গান। ইন্দ্রনীল সেন, হৈমন্তী শুক্লা, ইমন চক্রবর্তী, অনুপম রায়, মনোময় ভট্টাচার্য সহ অনেকের গানই থাকবে এই ছবিতে।
সিনেমা জুড়ে রয়েছে নানা পরত। পরিচালকের কথায় মায়াকুমারীর মাধ্যমে যেমন বাংলা ছবির ১০০ বছরকে শ্রদ্ধা জানানো হবে, ফিরে দেখা হবে বাংলা সিনেমার ইতিহাসকে, তেমনি এটি একটি মিউজিক্যাল রেট্রও। সিনেমায় থাকবে মোট ১১টি গান। ইন্দ্রনীল সেন, হৈমন্তী শুক্লা, ইমন চক্রবর্তী, অনুপম রায়, মনোময় ভট্টাচার্য সহ অনেকের গানই থাকবে এই ছবিতে।
advertisement
4/6
মায়াকুমারীতে আবার রোমান্টিক থ্রিলারের ও নানা উপাদান থাকছে। আবির চট্টোপাধ্যায় থাকছেন দ্বৈত ভূমিকায়। কানন কুমার এবং আহির চট্টোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করবেন আবির। বেশ কিছুদিন পর আবার অরিন্দম শীল এর সঙ্গে কাজ করতে দেখা যাবে তাকে । ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে এটা তার প্রথম কাজ।
মায়াকুমারীতে আবার রোমান্টিক থ্রিলারের ও নানা উপাদান থাকছে। আবির চট্টোপাধ্যায় থাকছেন দ্বৈত ভূমিকায়। কানন কুমার এবং আহির চট্টোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করবেন আবির। বেশ কিছুদিন পর আবার অরিন্দম শীল এর সঙ্গে কাজ করতে দেখা যাবে তাকে । ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে এটা তার প্রথম কাজ।
advertisement
5/6
অরিন্দম শীলের পরিচালনায় কাজ করেছেন সৌরসেনীও। এত তারকাদের সঙ্গে কাজ করতে পেরে স্বভাবতই খুশি তিনি। এই ছবিতে সমাজে কীভাবে মহিলাদের এক্সপ্লয়েট করা হয় সে গল্পও ফুটে উঠবে।
অরিন্দম শীলের পরিচালনায় কাজ করেছেন সৌরসেনীও। এত তারকাদের সঙ্গে কাজ করতে পেরে স্বভাবতই খুশি তিনি। এই ছবিতে সমাজে কীভাবে মহিলাদের এক্সপ্লয়েট করা হয় সে গল্পও ফুটে উঠবে।
advertisement
6/6
১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। মূলত কলকাতা ও তার আশেপাশেই হবে শুটিং। তবে অরিন্দম শীলের সিনেমায় আউটডোর থাকবে না সেরকম খুব কম ক্ষেত্রেই হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। মিতিন মাসির পর অরিন্দম শীলের নতুন কাজ নিয়ে আগ্রহ যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। মূলত কলকাতা ও তার আশেপাশেই হবে শুটিং। তবে অরিন্দম শীলের সিনেমায় আউটডোর থাকবে না সেরকম খুব কম ক্ষেত্রেই হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। মিতিন মাসির পর অরিন্দম শীলের নতুন কাজ নিয়ে আগ্রহ যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
advertisement
advertisement
advertisement