প্রথমবার ভাত খেল সুদীপা ও অগ্নিদেবের ছেলে, দেখে নিন ফোটো অ্যালবাম

Last Updated:
1/7
• নভেম্বর মাসে জন্ম হয়েছে ছেলের ৷ চট্টোপাধ্যায় পরিবারে তাই খুশির মেজাজ ৷ এবার ছেলে ৫ মাসের ৷ তাই অন্নপ্রাশনও হয়ে গেল সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• নভেম্বর মাসে জন্ম হয়েছে ছেলের ৷ চট্টোপাধ্যায় পরিবারে তাই খুশির মেজাজ ৷ এবার ছেলে ৫ মাসের ৷ তাই অন্নপ্রাশনও হয়ে গেল সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• বুধবার ছেলের মুখেভাতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দুই তারকা বাবা-মা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• বুধবার ছেলের মুখেভাতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দুই তারকা বাবা-মা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• এইদিন সাবেকি বাঙালি রীতি মেনেই ছোট্ট আদির জন্য ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, দই, মিষ্টি দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এইদিন সাবেকি বাঙালি রীতি মেনেই ছোট্ট আদির জন্য ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, দই, মিষ্টি দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• সেই ছবি ট্যুইট করে অগ্নিদেব লেখেন, ‘‘আদিবাবুর অন্নপ্রাশন’’ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সেই ছবি ট্যুইট করে অগ্নিদেব লেখেন, ‘‘আদিবাবুর অন্নপ্রাশন’’ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• সুদীপা-অগ্নিদেবের ছেলের পুরো নাম আদিদেভ চট্টোপাধ্যায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সুদীপা-অগ্নিদেবের ছেলের পুরো নাম আদিদেভ চট্টোপাধ্যায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• গত ১৩ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন ‘রান্নাঘর’খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• গত ১৩ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন ‘রান্নাঘর’খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement