সিঁথি ভরেছে সিঁদুরে, বিয়ের দিনটা মনে পড়ল শুভশ্রীর, দেখুন ছবি

Last Updated:
1/5
বিয়ের পর প্রথম পুজো বলে কথা ৷ ঠাকুর দেখা, ভোগ খাওয়া সবই হয়ে গিয়েছিল ৷ বাকি ছিল এই দিনটাই ৷ ঠাকুর বরণ করে সিঁদুর খেলা ৷ নিয়ম-নিষ্ঠা করে সেই রীতি পালন করলেন শুভশ্রী ৷ তারপর সবাই মিলে তাঁকে মাখিয়ে দিল সিঁদুর ৷ সিঁথিতে মোটা করে সিঁদুর দিয়ে দিলেন স্বামী রাজ ৷ ঠাকুর দালানে 'লাজে রাঙা' হলেন রাজের শুভ ৷ বিয়ের দিনটা মনে পড়ে গেল দুজনেরই ৷ সিঁথিতে সেই মোটা করে পরা সিঁদুরের ছবি তুললেন শুভশ্রী ৷ Photo Courtesy : Twitter
বিয়ের পর প্রথম পুজো বলে কথা ৷ ঠাকুর দেখা, ভোগ খাওয়া সবই হয়ে গিয়েছিল ৷ বাকি ছিল এই দিনটাই ৷ ঠাকুর বরণ করে সিঁদুর খেলা ৷ নিয়ম-নিষ্ঠা করে সেই রীতি পালন করলেন শুভশ্রী ৷ তারপর সবাই মিলে তাঁকে মাখিয়ে দিল সিঁদুর ৷ সিঁথিতে মোটা করে সিঁদুর দিয়ে দিলেন স্বামী রাজ ৷ ঠাকুর দালানে 'লাজে রাঙা' হলেন রাজের শুভ ৷ বিয়ের দিনটা মনে পড়ে গেল দুজনেরই ৷ সিঁথিতে সেই মোটা করে পরা সিঁদুরের ছবি তুললেন শুভশ্রী ৷ Photo Courtesy : Twitter
advertisement
2/5
দশমী, তাই লাল পাড়ের সাদা শাড়িতে নিজেকে সাজালেন অভিনেত্রী ৷ হাতিবাগানের কুণ্ডুবাড়িতে এভাবেই হাজির ছিলেন তিনি ৷ ঠাকুর বরণের পরই তার সিঁথিতে সিঁদুর দিলেন এয়োস্ত্রীরা ৷ গালেও লাগালেন সিঁদুর ৷ শুভশ্রীর মুখ তখন সিঁদুরে রাঙা ৷ মাকে এইভাবে বিদায় জানালেন তিনি ৷ মন ভরে করে নিলেন প্রার্থনা ৷  Photo Courtesy: Twitter
দশমী, তাই লাল পাড়ের সাদা শাড়িতে নিজেকে সাজালেন অভিনেত্রী ৷ হাতিবাগানের কুণ্ডুবাড়িতে এভাবেই হাজির ছিলেন তিনি ৷ ঠাকুর বরণের পরই তার সিঁথিতে সিঁদুর দিলেন এয়োস্ত্রীরা ৷ গালেও লাগালেন সিঁদুর ৷ শুভশ্রীর মুখ তখন সিঁদুরে রাঙা ৷ মাকে এইভাবে বিদায় জানালেন তিনি ৷ মন ভরে করে নিলেন প্রার্থনা ৷ Photo Courtesy: Twitter
advertisement
3/5
স্ত্রীর সঙ্গে মানিয়েই পোশাক পরেছিলেন রজ ৷ তাঁর পাঞ্জাবীও ছিল সাদা সঙ্গে হাল্কা লাল সুতোর এমব্রয়ডারি ৷ জুটিতে লাল-সাদা ছিল দশমীর ড্রেস কোড ৷ স্ত্রীর সিঁথিতে সিঁদুর দিলেন রাজ, স্বামীর মুখে সিঁদুর মাখালেন শুভশ্রী ৷ এভাবেই যেন সুখে শান্তিতে থাকেন তারা, এমনই কামনা সকলের ৷ Photo Courtesy: Twitter
স্ত্রীর সঙ্গে মানিয়েই পোশাক পরেছিলেন রজ ৷ তাঁর পাঞ্জাবীও ছিল সাদা সঙ্গে হাল্কা লাল সুতোর এমব্রয়ডারি ৷ জুটিতে লাল-সাদা ছিল দশমীর ড্রেস কোড ৷ স্ত্রীর সিঁথিতে সিঁদুর দিলেন রাজ, স্বামীর মুখে সিঁদুর মাখালেন শুভশ্রী ৷ এভাবেই যেন সুখে শান্তিতে থাকেন তারা, এমনই কামনা সকলের ৷ Photo Courtesy: Twitter
advertisement
4/5
সিঁদুর খেলা, ঠাকুর বিসর্জন সবই হল, আর হাল্কা খুনসুটি হবে না, তা কি হয় ! মায়ের বিসর্জনের পর, একে অপরকে কাছে টেনে নিলেন রাজ শুভশ্রী ৷ সবসময় পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একে অপরকে, তাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন সব্বাইকে ৷ হাতে হাত রেখে, একে অপরের দিকে তাকিয়ে অল্প দুষ্টিও চলল ! Photo Courtesy: Twitter
সিঁদুর খেলা, ঠাকুর বিসর্জন সবই হল, আর হাল্কা খুনসুটি হবে না, তা কি হয় ! মায়ের বিসর্জনের পর, একে অপরকে কাছে টেনে নিলেন রাজ শুভশ্রী ৷ সবসময় পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একে অপরকে, তাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন সব্বাইকে ৷ হাতে হাত রেখে, একে অপরের দিকে তাকিয়ে অল্প দুষ্টিও চলল ! Photo Courtesy: Twitter
advertisement
5/5
প্রেম ছাড়া তো পুজো জমে না ৷ পুজো মানেই যেন প্রেম আরও জমে ওঠে ৷ অনেকেই অনেক কিছু বলেছিলেন তাঁদের বিয়ে নিয়ে ৷ বিয়ে তো হয়েছে ধুমধাম করে ৷ বিয়ের পর প্রথম পুজোতে রাজশ্রীর প্রেম যেন আরও জমে উঠল ! সবার সামনেই বউয়ের গালে চুমু খেলেন রাজ ৷ শুভশ্রী তখন অপ্রস্তুত ৷ হেসে উঠলেন জোরে জোরেই ! জমে উঠল তাঁদের নবমী নিশি ! Photo Courtesy: Twitter
প্রেম ছাড়া তো পুজো জমে না ৷ পুজো মানেই যেন প্রেম আরও জমে ওঠে ৷ অনেকেই অনেক কিছু বলেছিলেন তাঁদের বিয়ে নিয়ে ৷ বিয়ে তো হয়েছে ধুমধাম করে ৷ বিয়ের পর প্রথম পুজোতে রাজশ্রীর প্রেম যেন আরও জমে উঠল ! সবার সামনেই বউয়ের গালে চুমু খেলেন রাজ ৷ শুভশ্রী তখন অপ্রস্তুত ৷ হেসে উঠলেন জোরে জোরেই ! জমে উঠল তাঁদের নবমী নিশি ! Photo Courtesy: Twitter
advertisement
advertisement
advertisement