♦ ২০১৭ সালের ৪ ডিসেম্বর গুয়াহাটি নিবাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করেছেন পাওলি দাম ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা ইন্দৌরে ৷ তারপর সান ফ্রান্সিস্কোয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ দেশে ফিরে পৈতৃক ব্যবসায় যুক্ত হয়ে যান পাওলি ৷ বিয়ের বছর দুয়েক আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এক পুজো পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেওয়া পার্টিতেই কলকাতায় আসেন অর্জুন ৷ সেই পার্টিতেই হাজির ছিলেন পাওলিও ৷ ছবি: ইনস্টাগ্রাম
♦ সেখানেই আলাপ ৷ অর্জুনের দিদি দিল্লিতে থাকায়, মাঝে মধ্যেই দিল্লিতেও পাওলি-অর্জুনের দেখা হতে থাকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এরপর গত বছর ইন্ডাস্ট্রির তাবড় তারকার উপস্থিতিতে চার হাত এক হয় পাওলি ও অর্জুনের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ চুটিয়ে সংসার করছেন পাওলি ৷ সেই সঙ্গে তরতরিয়ে চলছে তাঁর অভিনয় জীবনও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ শাশুড়ি মায়ের সঙ্গেও নাকি বেজায় ভাল সম্পর্ক অভিনেত্রীর ৷ গত বছর শাশুড়ির সঙ্গে সোহরাতে ছুটি কাটিয়েছিলেন এই অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ শাশুড়ির জন্মদিনে একসঙ্গে সময় কাটিয়েছিলেন বউমা পাওলি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এ বার শাশুড়ি ও বউমা মিলে পুজো দিতে গেলেন অসমের কামাখ্যা মন্দিরে ৷ নিজের ইনস্টাগ্রাম পেজে সেই ছবি পোস্ট করলেন অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
...