ভাস্বর ও সোনালির জুটি ছিল সবচেয়ে রোমান্টিক ! দশ বছর পর স্মৃতিচারণায় অভিনেতা
Last Updated:
রাতের পর রাত বিয়ের দৃশ্যের শ্যুটিং হত। সেই সময় কেউ বাড়ি ফিরতে চাইত না।
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় শেয়ার করলেন তাঁর জীবনের এমন কিছু অজানা কথা, যা দর্শকের মনে এখনও দাগ কাটবে। ২০০৯-এ শুরু হয়েছিল টেলিভিশন চ্যানেলে বাংলা সিরিয়াল 'অগ্নিপরীক্ষা। সেখানে জুটি বেধে কাজ করেছিলেন ভাস্বর ও সোনালি। এমনিতে এর আগে তাঁরা অনেকগুলো কাজ এক সঙ্গে করলেও এটিই ছিল তাঁদের জীবনের সবচেয়ে সেরা সিরিয়াল। photo source facebook
advertisement
ভাস্বর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে নিজের মনের কথা শেয়ার করেন। তিনি লিখেছেন সিরিয়ালের অফারটা পাওয়ার আগে তিনি বাবা মায়ের সঙ্গে পুরি গিয়েছিলেন পুজো দিতে। সেখানেই তিনি পরিচালকের ফোন পান। তাঁকে বলা হয় লিড রোল করতে হবে তাঁকে। সোনালি নায়িকা। শুনে তো আনন্দে মাতোয়াড়া হয়ে গিয়েছিলেন ভাস্বর। এই কথাই লিখলেন তিনি। photo source facebook
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement