মেয়ের ছবি শেয়ার করলেন অর্জুন চক্রবর্তী

Last Updated:
1/9
♦ টেলিভিশন দিয়ে জার্নিটা শুরু ৷ ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই অভিনয়ে আসা ৷ বিপরীতে তখন মিমি চক্রবর্তী ৷ বাবা সব্যসাচী চক্রবর্তী ৷ মা মিঠু চক্রবর্তী ৷ স্টারকিড হয়েও নিজের কাজটাকেই গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ টেলিভিশন দিয়ে জার্নিটা শুরু ৷ ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই অভিনয়ে আসা ৷ বিপরীতে তখন মিমি চক্রবর্তী ৷ বাবা সব্যসাচী চক্রবর্তী ৷ মা মিঠু চক্রবর্তী ৷ স্টারকিড হয়েও নিজের কাজটাকেই গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/9
 ♦অভিনয়টা করে গিয়েছেন মন দিয়ে ৷ দাদা গৌরবও অভিনয়ের যাত্রাটা শুরু করেছিল একই সঙ্গে ৷ সেই কারণে তুলনা টানা শুরু হয়েছিল প্রথমদিন থেকেই ৷ তাতে কী ? কুছ পরোয়া নহি! ছবি: ইনস্টাগ্রাম ৷
♦অভিনয়টা করে গিয়েছেন মন দিয়ে ৷ দাদা গৌরবও অভিনয়ের যাত্রাটা শুরু করেছিল একই সঙ্গে ৷ সেই কারণে তুলনা টানা শুরু হয়েছিল প্রথমদিন থেকেই ৷ তাতে কী ? কুছ পরোয়া নহি! ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/9
♦২০১২ সালে সুযোগ এল বড় পর্দায় কাজ করার ৷ চক্রবর্তী বাড়ির আদরের ঋষি ‘বাপি বাড়ি যা’ ছবি দিয়ে রুপোলি পর্দার যাত্রা শুরু করল ৷ এই ছবিতে তাঁর বিপরীতে সেই মিমি চক্রবর্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦২০১২ সালে সুযোগ এল বড় পর্দায় কাজ করার ৷ চক্রবর্তী বাড়ির আদরের ঋষি ‘বাপি বাড়ি যা’ ছবি দিয়ে রুপোলি পর্দার যাত্রা শুরু করল ৷ এই ছবিতে তাঁর বিপরীতে সেই মিমি চক্রবর্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/9
 ♦ একে একে অনেকগুলি ছবিতে অভিনয় করলেন অর্জুন ৷ ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘জানলা দিয়ে বউ পালালো’, ‘মাছের ঝোল’ কিংবা ‘পিঙ্ক’-এর মতো ছবিতে অভিনয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ একে একে অনেকগুলি ছবিতে অভিনয় করলেন অর্জুন ৷ ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘জানলা দিয়ে বউ পালালো’, ‘মাছের ঝোল’ কিংবা ‘পিঙ্ক’-এর মতো ছবিতে অভিনয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/9
♦ ছবি করতে করতেই আবার ফেরত এলেন টেলিভিশনে ৷ ধারাবাহিকের নাম ‘জামাইরাজা’৷ তিনি জামাই আর তাঁর শ্বাশুড়ির চরিত্রে চৈতী ঘোষাল ৷ দ্বৈরথ জমে ক্ষীর ৷ ভরপুর বিনোদন ৷ ড্রয়িংরুমে তুমুল শোরগোল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ ছবি করতে করতেই আবার ফেরত এলেন টেলিভিশনে ৷ ধারাবাহিকের নাম ‘জামাইরাজা’৷ তিনি জামাই আর তাঁর শ্বাশুড়ির চরিত্রে চৈতী ঘোষাল ৷ দ্বৈরথ জমে ক্ষীর ৷ ভরপুর বিনোদন ৷ ড্রয়িংরুমে তুমুল শোরগোল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/9
♦ এর মাঝেই টুক করে এল অরিন্দম শীল-এর ‘ব্যোমকেশ গোত্র’৷ যে ছবিতে সত্যকামের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন ৷ দর্শকরা ছবি দেখে হল থেকে বেরিয়ে ‘সত্যকাম’চরিত্রে অর্জুনের অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এর মাঝেই টুক করে এল অরিন্দম শীল-এর ‘ব্যোমকেশ গোত্র’৷ যে ছবিতে সত্যকামের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন ৷ দর্শকরা ছবি দেখে হল থেকে বেরিয়ে ‘সত্যকাম’চরিত্রে অর্জুনের অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/9
 ♦ সব মিলিয়ে গত বছরটা অর্জুনের জন্য ছিল ভীষণ স্পেশ্যাল ৷ আবার ব্যক্তিগত জীবনের এসেছে খুশির খবর ৷ বাবা হয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সব মিলিয়ে গত বছরটা অর্জুনের জন্য ছিল ভীষণ স্পেশ্যাল ৷ আবার ব্যক্তিগত জীবনের এসেছে খুশির খবর ৷ বাবা হয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/9
 ♦ ২০১৬ সালেই সৃজা সেনের সঙ্গে চুপিসারে বিয়ে সেরে ফেলেছিলেন এই অভিনেতা ৷ ব্যক্তিগত জীবন নিয়ে কখনও খুব একটা কথা বলেন না ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ ২০১৬ সালেই সৃজা সেনের সঙ্গে চুপিসারে বিয়ে সেরে ফেলেছিলেন এই অভিনেতা ৷ ব্যক্তিগত জীবন নিয়ে কখনও খুব একটা কথা বলেন না ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/9
♦ এবার ২০১৮ সালে ‘ক্রিসক্রস’, ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ‘ব্যোমকেশ গোত্র’তে তাঁর তিনটি লুকের সঙ্গে মেয়ের ছবির একটি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এবার ২০১৮ সালে ‘ক্রিসক্রস’, ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ‘ব্যোমকেশ গোত্র’তে তাঁর তিনটি লুকের সঙ্গে মেয়ের ছবির একটি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement