Tollywood: বাবা তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার, মা প্যান ইন্ডিয়া নায়িকা, কিন্তু দুই ছেলেই ফ্লপ হিরো, চেনেন তাঁদের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
শেয়ার বাজারে তবু একটা অনুমান করা যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটাও সম্ভব নয়। যে সিনেমা ব্লকবাস্টার হিট হওয়ার কথা ছিল, তাও চূড়ান্ত ফ্লপ হতে পারে। নায়কের কেরিয়ার বরবাদ।
ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা শেয়ার বাজারের মতো। কখন যে কার ভাগ্য বদলে যাবে কেউ জানে না। কেউ রাতারাতি নায়ক হয়ে যেতে পারেন। আবার কেউ খলনায়ক। শেয়ার বাজারে তবু একটা অনুমান করা যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটাও সম্ভব নয়। যে সিনেমা ব্লকবাস্টার হিট হওয়ার কথা ছিল, তাও চূড়ান্ত ফ্লপ হতে পারে। নায়কের কেরিয়ার বরবাদ।
advertisement
তথাকথিত অনেক ‘খারাপ সিনেমা’ও ব্যাপক হিট হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নায়কের নাম, জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে একধাক্কায়। আক্কিনেনি নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের কথাই ধরা যাক। বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু প্রাপ্য স্বীকৃতি পেলেন কই!নাগা চৈতন্য তেলেগুর জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতাও প্রশ্নাতীত। ফিল্ম সমালোচকরা মনে করেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির যে কয়েকজন নায়কের প্যান ইন্ডিয়া হিরো হওয়ার ক্ষমতা রয়েছে, তাঁদের মধ্যে নাগা চৈতন্য অন্যতম। তিনি পরিশ্রমী অভিনেতা। কিন্তু ভাগ্য সহায় হয়নি।
advertisement
advertisement
advertisement
নাগার্জুনের আরেক ছেলে আক্কিনেনি অখিল। তিনিও পরিশ্রমী অভিনেতা। কিন্তু ভাগ্য দাদা নাগা চৈতন্যের চেয়েও খারাপ। এখনও পর্যন্ত তাঁর প্রায় সব ছবিই সুপারফ্লপ। ডিরেক্টর, প্রোডিউসাররা ধীরে ধীরে মুখ ফেরাচ্ছেন তাঁর থেকে। অখিল ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ৭ বছর আগে। কিন্তু এখনও পর্যন্ত একটাও হিট ছবি দিতে পারেননি তিনি।
advertisement
একটা দুর্দান্ত হিটের অপেক্ষায় প্রহর গুণছেন আক্কিনেনি অখিল। বাবা নাগার্জুনকে তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল অভিনেতা বললেও অত্যুক্তি হয় না। শুধু তেলেগু ইন্ডাস্ট্রি নয়, তিনি সর্বভারতীয় স্টার। নব্বইয়ের দশকে নাগার্জুন ছিলেন মেয়েদের স্বপ্নের রাজকুমার। ব্যাপক স্টারডম দেখেছেন তিনি। তাঁর স্ত্রী অমলাও সেলেব্রিটি নায়িকা। তেলেগু তো বটেই তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালাম ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন। দিয়েছেন একাধিক বাম্পার হিট। কিন্তু তাঁদের দুই ছেলেই ফ্লপ হিরো।