Tollywood: "প্লেটোনিক-প্রেমের গল্প চিরসখা হে", অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের প্রেমের ছবিতে এবার জুটি তনুশ্রী-ঈশান!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Tollywood: 'চিরসখা হে'- ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক রায়। সংলাপ লিখেছেন, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য ঋত।
প্রেমের ছবি নিয়ে আসছেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবি 'চিরসখা হে'-তে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদাকে। একটি বিশেষ ভূমিকায় রয়েছেন বরুণ চন্দ, রয়েছেন মিঠু চক্রবর্তীও। 'চিরসখা হে' একটি আদ্যোপান্ত প্রেমের গল্প। সিক্সটি নাইন ক্রিয়েটিভ এন্টারটেনমেন্টের প্রযোজনায়, মোজোপ্লেক্স এন্টারটেনমেন্টের পরিবেশনায় তৈরি হচ্ছে এই ছবি।
advertisement
advertisement
'চিরসখা হে'- ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক রায়। সংলাপ লিখেছেন, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য ঋত। ছবিতে বনেদি পরিবারের ছেলে ঈশান। ছোট বেলায়, বাবাকে হারিয়েছে সে। আপাতত তার ঠিকানা উত্তরবঙ্গ। বছর দুয়েক হল জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে কলকাতা থেকে চলে গিয়েছে ঈশান। উত্তরবঙ্গে তাদের পুরোনো বাড়ি। তার জেঠু শিবাশিস পেশায় আইনজীবী। ঈশান একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সঙ্গে ছবি আঁকার হাতটাও তার দারুণ।
advertisement
অন্য দিকে, তিলোত্তমা একজন বিধবা। বছর সাতেক আগে তার স্বামী মারা গিয়েছে। সে অবসাদগ্রস্ত। জীবনে আর যেন তার কোনও আশাই নেই। একেবারে চারিদিকে নিকষ অন্ধকার। জীবনযুদ্ধে হেরে গিয়েছে তিলোত্তমা। তার শূন্য জীবন পূর্ণ করতে আসে ঈশান। মান অভিমান, এই সবকিছুর শেষে, তারা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে? এই প্রশ্নেরই উত্তর মিলবে 'চিরসখা হে' ছবিতে।
advertisement
পরিচালক অর্ঘ্যদীপের কথায়, 'এই ছবি প্রেমের গল্প নিঃসন্দেহে, তবে এই প্রেমকে জুটি কেন্দ্রিক বললে হবে না। এটা অনেক বেশি প্লেটোনিক। পারস্পরিক সম্পর্ককে ছাপিয়েও প্রেমটা অনেক বেশি ব্যাপ্ত। আগে আমরা প্রেমের ছবি দেখেছি। লক্ষ লক্ষ প্রেমের ছবি দেখেছি, কিন্তু প্রেম তো এমন একটা জিনিস যেটা পুরোনো হয় না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান 'চিরসখা হে....'-এর নামেই ছবির নাম। মানে 'ইটারনাল লভের' কথা বলতে চেয়েছি। তাই যত প্রেমই ভেবে থাকি, দেখে থাকি, করে থাকি, নতুন প্রেম এলে, সেটা নতুনের মতোই হয়ে যায়। অমি এর আগে কখনও প্রেমের ছবি তৈরি করিনি। এর আগে সব কটা ছবিই থ্রিলর। তাই আমিও চাইছিলাম একটা অন্য প্রেমের গল্প বানাতে।'
advertisement
তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান 'চিরসখা হে....'-এর নামেই ছবির নাম। মানে 'ইটারনাল লভের' কথা বলতে চেয়েছি। তাই যত প্রেমই ভেবে থাকি, দেখে থাকি, করে থাকি, নতুন প্রেম এলে, সেটা নতুনের মতোই হয়ে যায়। অমি এর আগে কখনও প্রেমের ছবি তৈরি করিনি। এর আগে সব কটা ছবিই থ্রিলর। তাই আমিও চাইছিলাম একটা অন্য প্রেমের গল্প বানাতে।'
advertisement