Sweta Bhattachaya-Rubel Das Marriage: শ্বেতার সিঁথিতে সিঁদুর দিলেন রুবেল! প্রেমের কাহিনি আরও এক ধাপ এগিয়ে শুরু নতুন অধ্যায়

Last Updated:
Sweta Bhattachaya-Rubel Das Marriage: প্রেম যেন আরও এক ধাপ এগিয়ে নতুন অধ্যায় শুরু করল। সাতপাকে বাঁধা পড়লেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। রবিবাসরীয় সন্ধ্যায় এক হল চার হাত।
1/7
প্রেম যেন আরও এক ধাপ এগিয়ে নতুন অধ্যায় শুরু করল। সাতপাকে বাঁধা পড়লেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। রবিবাসরীয় সন্ধ্যায় এক হল চার হাত।
প্রেম যেন আরও এক ধাপ এগিয়ে নতুন অধ্যায় শুরু করল। সাতপাকে বাঁধা পড়লেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। রবিবাসরীয় সন্ধ্যায় এক হল চার হাত।
advertisement
2/7
ধুমধাম করে বিয়ে করলেন টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেল। টুকটুকে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন শ্বেতা, গা ভর্তি গয়না, মাথায় মুকুট আর মুখে হাসি। রুবেল নজর কাড়লেন ঘিয়ে রঙা পাঞ্জাবিতে। দীর্ঘ দিন প্রেম করার পর নতুন সংসার শুরু করলেন তাঁরা।
ধুমধাম করে বিয়ে করলেন টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেল। টুকটুকে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন শ্বেতা, গা ভর্তি গয়না, মাথায় মুকুট আর মুখে হাসি। রুবেল নজর কাড়লেন ঘিয়ে রঙা পাঞ্জাবিতে। দীর্ঘ দিন প্রেম করার পর নতুন সংসার শুরু করলেন তাঁরা।
advertisement
3/7
জানা গিয়েছে, বৈদিক মতে বিয়ে হয়েছে শ্বেতা-রুবেলের। 
বিয়ে দেবেন নন্দিনী ভৌমিক। 
কাছের মানুষদের উপস্থিতিতে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক যাত্রা শুরু করলেন তাঁরা।
জানা গিয়েছে, বৈদিক মতে বিয়ে হয়েছে শ্বেতা-রুবেলের। বিয়ে দেবেন নন্দিনী ভৌমিক। কাছের মানুষদের উপস্থিতিতে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক যাত্রা শুরু করলেন তাঁরা।
advertisement
4/7
ছোট পর্দার চেনা জুটির বিয়েতেও ফিল্মি ছোঁয়া। সূত্রের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিখ‍্যাত গান ‘চোখ তুলে দেখো না কে এসেছে’-এর তালে তালে নাচতে নাচতে বিয়ের আসরে পা রেখেছেন রুবেল। দেখেই লজ্জায় লাল শ্বেতা।
ছোট পর্দার চেনা জুটির বিয়েতেও ফিল্মি ছোঁয়া। সূত্রের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিখ‍্যাত গান ‘চোখ তুলে দেখো না কে এসেছে’-এর তালে তালে নাচতে নাচতে বিয়ের আসরে পা রেখেছেন রুবেল। দেখেই লজ্জায় লাল শ্বেতা।
advertisement
5/7
সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে করতে প্রেম এবং তার পর এখন বিয়ে৷ ‘যমুনা ঢাকি’র সেটে তাঁদের দেখ৷ সেখানে দু’জনেই ছিলেন লিড রোলে৷ ফলে দু’জনেরই দারুণ জনপ্রিয়তা৷ তাঁরা একসঙ্গে পথ চলুন, চেয়েছিলেন তাঁদের ফ্যানরাও৷
সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে করতে প্রেম এবং তার পর এখন বিয়ে৷ ‘যমুনা ঢাকি’র সেটে তাঁদের দেখ৷ সেখানে দু’জনেই ছিলেন লিড রোলে৷ ফলে দু’জনেরই দারুণ জনপ্রিয়তা৷ তাঁরা একসঙ্গে পথ চলুন, চেয়েছিলেন তাঁদের ফ্যানরাও৷
advertisement
6/7
গতকাল হয়েছিল শ্বেতার বাড়ির আইবুড়ো ভাত৷ এবার বিয়ের অন্যান্য আচর পালন চলছে৷ তার মধ্যেই হাতে মেহেন্দি পরেছেন শ্বেতা৷
গতকাল হয়েছিল শ্বেতার বাড়ির আইবুড়ো ভাত৷ এবার বিয়ের অন্যান্য আচর পালন চলছে৷ তার মধ্যেই হাতে মেহেন্দি পরেছেন শ্বেতা৷
advertisement
7/7
সবুজ সিল্কের শাড়ি পরেছিলেন তিনি৷ দু’হাত ভরে পরেছেন মেহন্দি৷ তাতে আবার রয়েছে তাদের দু’জনের মুখ৷
সবুজ সিল্কের শাড়ি পরেছিলেন তিনি৷ দু’হাত ভরে পরেছেন মেহন্দি৷ তাতে আবার রয়েছে তাদের দু’জনের মুখ৷
advertisement
advertisement
advertisement