Tollywood: মাথায় টোপর, হলুদ শাড়ি... গায়ে হলুদে তাক লাগালেন শ্রুতি! সামাজিক বিয়েও সেরে ফেললেন 'রাঙা বৌ'?

Last Updated:
এবার শ্রুতির গায়ে হলুদের ছবি দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তকুল। তবে কি সামাজিক বিবাহও সেরে ফেললেন সবার প্রিয় রাঙা-বৌ?
1/5
টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক-নায়িকা জুটি। তাঁদের প্রেমে মুখর টালিগঞ্জের স্টুডিও পাড়া।  আইনি বিবাহ সেরে ফেলেছেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক-নায়িকা জুটি। তাঁদের প্রেমে মুখর টালিগঞ্জের স্টুডিও পাড়া। আইনি বিবাহ সেরে ফেলেছেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
advertisement
2/5
এবার শ্রুতির গায়ে হলুদের ছবি দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তকুল। তবে কি সামাজিক বিবাহও সেরে ফেললেন সবার প্রিয় রাঙা-বৌ?
এবার শ্রুতির গায়ে হলুদের ছবি দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তকুল। তবে কি সামাজিক বিবাহও সেরে ফেললেন সবার প্রিয় রাঙা-বৌ?
advertisement
3/5
গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি টলিপাড়ার পরিচিত প্রযোজক ও পরিচালক।  সম্প্রতি আইনি বিয়ের ছয় মাসের উদযাপনও করেছেনও তিনি।
গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি টলিপাড়ার পরিচিত প্রযোজক ও পরিচালক। সম্প্রতি আইনি বিয়ের ছয় মাসের উদযাপনও করেছেনও তিনি।
advertisement
4/5
দিদি নম্বর ওয়ানে শ্রুতি বলছেন, ২০২৫ সালে স্বর্ণেন্দুর সঙ্গে সোশ্যাল ম্যারেজ সারবেন এবং ২০৩০ সালে সন্তানের জন্ম দেবেন। তাহলে এখনই গায়ে হলুদ কেন? না! নায়িকার গায়ে হলুদ নয়। এক আত্মীয়ের বিয়েতেই এমন সেজেছেন তিনি। অভিনেত্রীকে মানিয়েছেও বেশ।
দিদি নম্বর ওয়ানে শ্রুতি বলছেন, ২০২৫ সালে স্বর্ণেন্দুর সঙ্গে সোশ্যাল ম্যারেজ সারবেন এবং ২০৩০ সালে সন্তানের জন্ম দেবেন। তাহলে এখনই গায়ে হলুদ কেন? না! নায়িকার গায়ে হলুদ নয়। এক আত্মীয়ের বিয়েতেই এমন সেজেছেন তিনি। অভিনেত্রীকে মানিয়েছেও বেশ।
advertisement
5/5
শ্রুতির স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে। আইনি বিয়েতেও ছক ভেঙে সাদা শাড়ি পরেছিলেন। আর এবারেও তাঁর দিক থেকে চোখ সরাতে পারছেন না দর্শকেরা।
শ্রুতির স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে। আইনি বিয়েতেও ছক ভেঙে সাদা শাড়ি পরেছিলেন। আর এবারেও তাঁর দিক থেকে চোখ সরাতে পারছেন না দর্শকেরা।
advertisement
advertisement
advertisement