♦ কিছুদিন আগেই অমৃতসরে বিয়ে সেরেছেন টলি-কুইন শ্রাবন্তী এবং তাঁর বন্ধু রোশন সিং ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
2/ 7
♦ তিনি জানিয়েছিলেন জ্যোতিষীর বিধান মেনেই জন্মস্থানের কাছাকাছি কোনও স্থানে গিয়ে বিয়েটা সেরেছেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 7
♦ বিয়ে, রিসেপশন সেরে কলকাতাতেও ফিরে এসেছেন বেশ কয়েকদিন হল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 7
♦ কলকাতায় ফিরেই কাজে যোগ দিয়েছিলেন নায়িকা ৷ অন্যদিকে স্বামী রোশনের সঙ্গে জিমে গিয়ে জোর কসরৎ করেছেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 7
♦ এরই মধ্যে খবর স্বামীর সঙ্গে নাকি মধুচন্দ্রিমায় পাড়ি দিয়েছেন শ্রাবন্তী ৷ যদিও এ নিয়ে নায়িকা কিছু জানাননি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
6/ 7
♦ তবে, তাঁর স্বামী রোশন সিং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে শ্রাবন্তীকে এক্কেবারে অন্য লুকে দেখা যাচ্ছে ৷ এবং সেই ছবির ক্যাপশনে রোশন লিখেছেন,‘‘পৃথিবীরই কোথাও’’৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
7/ 7
♦ অন্য আরও একটি ছবিতে দেখা যাচ্ছে রোশনের সামনে থরে থরে সাজানো চায়ের পেয়ালা ৷ বোঝাই যাচ্ছে কাজ-কর্ম থেকে অনেক দূরে, নিশ্চিন্তে একান্তে সময় কাটাতে ব্যস্ত যুগলে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷