Guess the Actor: মায়ের কোলে একরত্তি বর্তমানে টলিউডের নামী নায়িকা! ভাল করে দেখে বলুন তো ইনি কে

Last Updated:
Guess the Actor: মায়ের কোলে একরত্তি। পাশেই দাঁড়িয়ে বাবা। ছোট্ট মেয়ের মাথায় টুপি, কপালে কাজলের টিপ। চিনতে পারছেন তাকে? কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যাক।
1/5
মায়ের কোলে একরত্তি। পাশেই দাঁড়িয়ে বাবা। ছোট্ট মেয়ের মাথায় টুপি, কপালে কাজলের টিপ। চিনতে পারছেন তাকে? কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যাক।
মায়ের কোলে একরত্তি। পাশেই দাঁড়িয়ে বাবা। ছোট্ট মেয়ের মাথায় টুপি, কপালে কাজলের টিপ। চিনতে পারছেন তাকে? কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যাক।
advertisement
2/5
ছবির এই একরত্তি বর্তমানে টলিউডের নায়িকা। সিনেমা থেকে ধারাবাহিক, ওয়েব সিরিজ, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিতরণ।
ছবির এই একরত্তি বর্তমানে টলিউডের নায়িকা। সিনেমা থেকে ধারাবাহিক, ওয়েব সিরিজ, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিতরণ।
advertisement
3/5
শিশুশিল্পী হিসাবে টলিউডে হাতেখড়ি নায়িকার। কাজ করেছেন অভিমন্যু, বন্ধন-এর মতো ছবিতে।
শিশুশিল্পী হিসাবে টলিউডে হাতেখড়ি নায়িকার। কাজ করেছেন অভিমন্যু, বন্ধন-এর মতো ছবিতে।
advertisement
4/5
টলিউডেরই এক নায়কের সঙ্গে দীর্ঘ দিন যাবৎ সম্পর্কে নায়িকা। ইতিমধ্যেই একই ছবিতে কাজ করে ফেলেছেন তাঁরা।
টলিউডেরই এক নায়কের সঙ্গে দীর্ঘ দিন যাবৎ সম্পর্কে নায়িকা। ইতিমধ্যেই একই ছবিতে কাজ করে ফেলেছেন তাঁরা।
advertisement
5/5
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, ছবির এই একরত্তি ঐন্দ্রিলা সেন। 'সাত পাকে বাঁধা', 'ফাগুন বউ'-এর মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। আপাতত চুটিয়ে কাজ করছেন ছবি এবং ওটিটি-তে।
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, ছবির এই একরত্তি ঐন্দ্রিলা সেন। 'সাত পাকে বাঁধা', 'ফাগুন বউ'-এর মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। আপাতত চুটিয়ে কাজ করছেন ছবি এবং ওটিটি-তে।
advertisement
advertisement
advertisement