Ditipriya Roy || ভাইফোঁটার দিনে অভিনব প্রয়াস দিতিপ্রিয়ার, মন জয় করে নিলেন দর্শকদের

Last Updated:
দিতিপ্রিয়ার ভাইফোঁটা৷ মন দিয়ে বললেন ভাইফোঁটার মন্ত্র৷ দাদাদের কাছ থেকে চাইলেন শুধুই সময়৷
1/5
অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বাড়িতে প্রতি বছরের মতো এ বছরও জমজমাট ভাইফোঁটা।  ভাতৃদ্বিতীয়ার তিথি পড়ার সঙ্গে সঙ্গে বুধবারেই তাঁর  বাড়িতে ভাইফোঁটা সারেন। এসেছিলেন তাঁর তিন দাদা৷
অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বাড়িতে প্রতি বছরের মতো এ বছরও জমজমাট ভাইফোঁটা। ভাতৃদ্বিতীয়ার তিথি পড়ার সঙ্গে সঙ্গে বুধবারেই তাঁর বাড়িতে ভাইফোঁটা সারেন। এসেছিলেন তাঁর তিন দাদা৷
advertisement
2/5
আজ তাঁর কোনও তাড়া নেই৷ পুরো সময়টাই দাদাদের জন্য৷ উপহার, মিষ্টিমুখ, মন দিয়ে মন্ত্রোচ্চারণ- সবটাই ছিল তাঁর উদযাপনে৷
আজ তাঁর কোনও তাড়া নেই৷ পুরো সময়টাই দাদাদের জন্য৷ উপহার, মিষ্টিমুখ, মন দিয়ে মন্ত্রোচ্চারণ- সবটাই ছিল তাঁর উদযাপনে৷
advertisement
3/5
দাদাদের জন্য তিনি কিনেছেন চমৎকার ব্লেজার৷ আর দাদাদের থেকে পেয়েছেন সারপ্রাইজ গিফ্ট৷
দাদাদের জন্য তিনি কিনেছেন চমৎকার ব্লেজার৷ আর দাদাদের থেকে পেয়েছেন সারপ্রাইজ গিফ্ট৷
advertisement
4/5
ছোটপর্দার রানিমা পা রেখেছেন বড়পর্দায়৷ আয় খুকু আয়, অচেনা উত্তমে অভিনয় করেছেন৷ ওয়েব সিরিজও করছেন জমিয়ে৷ সম্প্রতি তাঁর অভিনীত বোধন বেশ জনপ্রিয় হয়েছে৷ সে সবের ডায়লগ যেমন তুখর মুখস্থ, তেমনই মুখস্থ মন্ত্র৷
ছোটপর্দার রানিমা পা রেখেছেন বড়পর্দায়৷ আয় খুকু আয়, অচেনা উত্তমে অভিনয় করেছেন৷ ওয়েব সিরিজও করছেন জমিয়ে৷ সম্প্রতি তাঁর অভিনীত বোধন বেশ জনপ্রিয় হয়েছে৷ সে সবের ডায়লগ যেমন তুখর মুখস্থ, তেমনই মুখস্থ মন্ত্র৷
advertisement
5/5
দাদাদের ফোঁটা দিয়ে তিনি যাবেন ভাইদের ফোঁটা দিতে৷ যে ভাইরা পথশিশু৷ দিতিপ্রিয়ার এই উদ্যোগ নজর কেড়েছে দর্শকদের৷
দাদাদের ফোঁটা দিয়ে তিনি যাবেন ভাইদের ফোঁটা দিতে৷ যে ভাইরা পথশিশু৷ দিতিপ্রিয়ার এই উদ্যোগ নজর কেড়েছে দর্শকদের৷
advertisement
advertisement
advertisement