Viral Photo: ছোটবেলার সরল সিধে ছেলেটি আজ টলিউড কাঁপাচ্ছে, কে এই 'হার্টথ্রব' বলুন তো?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Viral Photo: লাল প্যান্ট, ফুল হাতা জামা,মাথায় টুপি পরা ছবি দেখে চোখ ধাঁধিয়ে গেছে নেটিজেনদের৷ কে এই অভিনেতা?
তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়েই তুঙ্গে থাকে৷ কোনও ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে যান তাঁরা৷ নিজেদের ছোটবেলার ছবি কিংবা ভিডিও হামেশাই শেয়ার করে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা৷ যা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ তেমনই নস্টালজিয়ায় ফিরে গিয়ে ছোটবেলার ছবি শেয়ার করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা৷
advertisement
অনেক সময়েই প্রথম দেখাতে চিনতেও পারেননা তারকাদের৷ এবারও তেমনটাই হল টলিউডের এক তারকার সঙ্গে৷ নিজের সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা ৷ লাল প্যান্ট, ফুল হাতা জামা,মাথায় টুপি পরা ছবি দেখে চোখ ধাঁধিয়ে গেছে নেটিজেনদের৷ কে এই অভিনেতা?তিনি আর কেউ নন টলিউড হার্টথ্রব অঙ্কুশ হাজরা৷
advertisement
advertisement
advertisement
টলিপাড়ার গুঞ্জনে কান পাতলেই শোনা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ। তবে হাজারো গুঞ্জনের মধ্যে তাঁরা বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। শেষবারের মতো লাভ ম্যারেজ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন অভিনেতা৷ অভিনয় ছাড়াও সঞ্চালনাতেও খুব নামডাক রয়েছে অঙ্কুশ হাজরার৷