Tiyasha Lepcha Wedding: ডিভোর্সের পর আবারও ব্রেকআপ? এদিকে ২০২৫-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিয়াশা! জানালেন নায়িকা নিজে

Last Updated:
ছোটপর্দায় পরিচিত মুখ তিয়াসা লেপচা। সদ্যই শেষ হয়েছে 'বাংলা মিডিয়াম'। জানা গিয়েছিল তিনি প্রেমে পড়েছেন। আর এবার খবর তিনি নাকি দ্বিতীয় বারের জন্য বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
1/5
ছোটপর্দায় পরিচিত মুখ তিয়াসা লেপচা। কৃষ্ণকলি দিয়ে ছোট পর্দায় অভিনয়ের শুরু। সদ্যই শেষ হয়েছে 'বাংলা মিডিয়াম'। জানা গিয়েছিল তিনি প্রেমে পড়েছেন। আর এবার খবর তিনি নাকি দ্বিতীয় বারের জন্য বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। 
ছোটপর্দায় পরিচিত মুখ তিয়াসা লেপচা। কৃষ্ণকলি দিয়ে ছোট পর্দায় অভিনয়ের শুরু। সদ্যই শেষ হয়েছে 'বাংলা মিডিয়াম'। জানা গিয়েছিল তিনি প্রেমে পড়েছেন। আর এবার খবর তিনি নাকি দ্বিতীয় বারের জন্য বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। 
advertisement
2/5
টলিপাড়ায় এখন বিয়ে সানাই। এই শীতেই বিয়ে সেরেছেন সন্দীপ্তা সেন, শ্রীপর্ণা রায়, পরমব্রত চট্টপাধ্যায়-সহ অনেকে। এবার নাকি বিয়ে করবেন তিয়াসা।
টলিপাড়ায় এখন বিয়ে সানাই। এই শীতেই বিয়ে সেরেছেন সন্দীপ্তা সেন, শ্রীপর্ণা রায়, পরমব্রত চট্টপাধ্যায়-সহ অনেকে। এবার নাকি বিয়ে করবেন তিয়াসা।
advertisement
3/5
প্রথম বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। সুবান রায়ে তবে এরই মাঝে দ্বিতীয় বিয়ে কবে করছেন তা দিদি নম্বর ১ -এ জানিয়ে দিলেন নায়িকা।
প্রথম বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। সুবান রায়ে তবে এরই মাঝে দ্বিতীয় বিয়ে কবে করছেন তা দিদি নম্বর ১ -এ জানিয়ে দিলেন নায়িকা।
advertisement
4/5
সম্প্রতি এই রিয়েলিটি শো-তে আসেন তিয়াসা। সেখানেই রচনা বন্দ্যোপাধ্যাকে অভিনেত্রী জানান, ২০২৫-এর অক্টোবরের পর তিনি বিয়ে করছেন। তবে পাশাপাশি তিনি বলেন, 'শুধু এখন ছেলেটা পেলেই হল।'
সম্প্রতি এই রিয়েলিটি শো-তে আসেন তিয়াসা। সেখানেই রচনা বন্দ্যোপাধ্যাকে অভিনেত্রী জানান, ২০২৫-এর অক্টোবরের পর তিনি বিয়ে করছেন। তবে পাশাপাশি তিনি বলেন, 'শুধু এখন ছেলেটা পেলেই হল।'
advertisement
5/5
তবে নিউজ ১৮ বাংলাকে অভিনেত্রী জানিয়ে ছিলেন তিনি প্রেমের সম্পর্কে ছিলেন, তবে তাঁর নাম প্রকাশ করেননি। কিন্তু অভিনেত্রীর কথায় অন্য ইঙ্গিত, তবে কি আবারও প্রেম ভাঙল তিয়াশার? নায়িকা কি এখন সিঙ্গল? তা অবশ্য স্পষ্ট নয়।
তবে নিউজ ১৮ বাংলাকে অভিনেত্রী জানিয়ে ছিলেন তিনি প্রেমের সম্পর্কে ছিলেন, তবে তাঁর নাম প্রকাশ করেননি। কিন্তু অভিনেত্রীর কথায় অন্য ইঙ্গিত, তবে কি আবারও প্রেম ভাঙল তিয়াশার? নায়িকা কি এখন সিঙ্গল? তা অবশ্য স্পষ্ট নয়।
advertisement
advertisement
advertisement