advertisement
advertisement
advertisement
উমরাও জান সাফল্য না পেলেও হিট করে ধুম থ্রি৷ কারণ ততদিনে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে বিয়ের দিন নিয়ে৷ এমনকী, হৃতিকের সঙ্গে অ্যাশের চুমু নিয়েও জলঘোলা করেছিলেন বচ্চনরা৷ সেই ক্ষতয় প্রলেপ দিয়েছিল গুরু ছবির সাফল্য৷ বিয়ের ৩ মাস আগে মু্ক্তি পাওয়া ছবিতে দুজনের কেমিস্ট্রিই বলে দিয়েছিল বচ্চন বহু হতে চলেছেন ঐশ্বর্য৷
advertisement
২০০৭ সালে দুজনের বিয়ে নিয়ে দারুণ হৈ চৈ হলেও বিয়ের পথ মোটেও সহজ ছিল না৷ একদিকে মাঙ্গলিক হওয়ার জন্য সঙ্গটমোচন মন্দিরে রাতের অন্ধকারে দোষ কাটানো হয় ঐশ্বর্যর, অন্যদিকে বয়সে ছোট, কেরিয়ারের দৌড়ে পিছিয়ে থাকায় অভিষেককেও শুনতে হয়েছিল নানা কটাক্ষ৷ কিন্তু সব কিছু উপেক্ষা করেও একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা৷
advertisement
advertisement
advertisement
তবে সব টানাপড়েনের মাঝে তাদের জীবনে খুশি নিয়ে এসেছে মেয়ে আরাধ্যা৷ বচ্চন বাড়ি থেকে বেরিয়ে আলাদা সংসারও পেতেছেন তারা৷ সবশেষে নিন্দুকের মুখে ছাই দিয়ে সব রকম ওঠাপড়ায় একে অপরের পাশে থেকে বুঝিয়ে দিয়েছেন তারা সত্যিই বলিউডের পাওয়ার কাপল৷ আর তাই ফ্লাশ বাল্পেবর ঝলকানি, পরিবার, সব কিছু থেকে দূরে মলদ্বীপে শুধু নিজেদের সঙ্গেই ১২ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করছেন অভি-অ্যাশ৷ সঙ্গে রয়েছে শুধু ৭ বছরের মেয়ে আরাধ্যা৷