'সবচেয়ে বেশি মেক-আপ নিতে হয় যৌনাঙ্গে', এক পর্নস্টারের অকপট দিনযাপন...

Last Updated:
১২ বা সাড়ে ১২টা নাগাদ শ্যুট শুরু হয়৷ প্রথমে কিছু স্টিল ছবি তোলা হয়৷ যতক্ষণ স্টিল ছবি তোলে, ততক্ষণ ক্যামেরা ইউনিট ও ডিরেক্টর অন্যান্য কাজগুলি সেরে ফেলেন৷ পুরুষ অভিনেতারা চলে আসে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে৷ ওঁরাও কিছু পেপারওয়ার্ক করেন৷
1/8
পর্ন বিষয়টায় যতই অনেকে নাক উঁচু করুন বা আইনি নিষেধাজ্ঞা জারির আবেদন করুন, গোটা বিশ্বে পর্নোগ্রাফির ব্যবসা কয়েক লক্ষ কোটি টাকার৷ বহু মানুষের রুজি-রোজগার হয় অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ পর্নোগ্রাফি দেখা খারাপ না ভালো, তা নিয়ে বিতর্ক আছে৷ থাকবে৷ তবে পর্ন ভিডিওতে যা দেখা যায়, তার পিছনে কিন্তু বহু মানুষের পরিশ্রম থাকে৷ থাকে কিছু ট্রেনিং, যা আদতে অভিনয়৷ এর বাইরে কিচ্ছু না৷ সব চরিত্রই কাল্পনিক৷
পর্ন বিষয়টায় যতই অনেকে নাক উঁচু করুন বা আইনি নিষেধাজ্ঞা জারির আবেদন করুন, গোটা বিশ্বে পর্নোগ্রাফির ব্যবসা কয়েক লক্ষ কোটি টাকার৷ বহু মানুষের রুজি-রোজগার হয় অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ পর্নোগ্রাফি দেখা খারাপ না ভালো, তা নিয়ে বিতর্ক আছে৷ থাকবে৷ তবে পর্ন ভিডিওতে যা দেখা যায়, তার পিছনে কিন্তু বহু মানুষের পরিশ্রম থাকে৷ থাকে কিছু ট্রেনিং, যা আদতে অভিনয়৷ এর বাইরে কিচ্ছু না৷ সব চরিত্রই কাল্পনিক৷
2/8
একজন বিখ্যাত পর্নস্টার সম্প্রতি তাঁর দৈনন্দিন জীবন কেমন কাটে, তা শেয়ার করেছেন একটি সাক্ষাত্‍‌কারে৷ একেবারে টাইমলাইন ধরে তিনি বলেছেন, একটা গোটা দিন তাঁর কেমন কাটে৷ কী ভাবে চলে শ্যুটিং৷ কত টাকাই বা আয় হয়৷ গোটা বিষয়টি তিনি শেয়ার করেছেন কোরা-য়৷
একজন বিখ্যাত পর্নস্টার সম্প্রতি তাঁর দৈনন্দিন জীবন কেমন কাটে, তা শেয়ার করেছেন একটি সাক্ষাত্‍‌কারে৷ একেবারে টাইমলাইন ধরে তিনি বলেছেন, একটা গোটা দিন তাঁর কেমন কাটে৷ কী ভাবে চলে শ্যুটিং৷ কত টাকাই বা আয় হয়৷ গোটা বিষয়টি তিনি শেয়ার করেছেন কোরা-য়৷
3/8
তিনি বলছেন, সকালে জিম শেষ করে ৯টায় ব্যাগ গুছিয়ে নিই৷ ১১টায় কল টাইম৷ ৩০ মিনিট থেকে ঘণ্টা খানেক লাগে স্টুডিয়োয় পৌঁছতে৷ সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়ে যাই৷ স্টুডিয়োয় পৌঁছে আমাকে কিছু পেপারওয়ার্ক করতে হয়৷ তারপর মেক-আপ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে মেক-আপ৷ গোটা শরীরের৷ একেবারে নগ্ন হয়েই মেক-আপ নিতে হয়৷ মেক-আপে বিশেষ জোর দেওয়া হয় যোনিদ্বার ও স্তনে৷
তিনি বলছেন, সকালে জিম শেষ করে ৯টায় ব্যাগ গুছিয়ে নিই৷ ১১টায় কল টাইম৷ ৩০ মিনিট থেকে ঘণ্টা খানেক লাগে স্টুডিয়োয় পৌঁছতে৷ সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়ে যাই৷ স্টুডিয়োয় পৌঁছে আমাকে কিছু পেপারওয়ার্ক করতে হয়৷ তারপর মেক-আপ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে মেক-আপ৷ গোটা শরীরের৷ একেবারে নগ্ন হয়েই মেক-আপ নিতে হয়৷ মেক-আপে বিশেষ জোর দেওয়া হয় যোনিদ্বার ও স্তনে৷
4/8
১২ বা সাড়ে ১২টা নাগাদ শ্যুট শুরু হয়৷ প্রথমে কিছু স্টিল ছবি তোলা হয়৷ যতক্ষণ স্টিল ছবি তোলে, ততক্ষণ ক্যামেরা ইউনিট ও ডিরেক্টর অন্যান্য কাজগুলি সেরে ফেলেন৷ পুরুষ অভিনেতারা চলে আসে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে৷ ওঁরাও কিছু পেপারওয়ার্ক করেন৷
১২ বা সাড়ে ১২টা নাগাদ শ্যুট শুরু হয়৷ প্রথমে কিছু স্টিল ছবি তোলা হয়৷ যতক্ষণ স্টিল ছবি তোলে, ততক্ষণ ক্যামেরা ইউনিট ও ডিরেক্টর অন্যান্য কাজগুলি সেরে ফেলেন৷ পুরুষ অভিনেতারা চলে আসে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে৷ ওঁরাও কিছু পেপারওয়ার্ক করেন৷
5/8
দুপুর ২টোয় শুরু হয় শ্যুটিং৷ কম-বেশি প্রায় ২ ঘণ্টা ধরে শ্যুটিং চলে৷ ঘণ্টা খানেক পরে সেক্স স্টিল ছবি তোলা হয় আবার৷ সফ্টকোর ভার্সানের জন্য আবার সন্ধে ৬টায় আলাদা করে ভিডিও শ্যুট করতে হয়৷ সেটাও ঘণ্টা দেড়েকের কাজ৷ যদি সফ্টকোর ভার্সান না থাকে, তা হলে ৬টা ১৫ নাগাদ আমাদের কাজ মিটে যায়৷ ওই দিনই আমরা চেক নিয়ে নিই৷ না-হলে ২ সপ্তাহের মধ্যে বাড়িতে চেক পৌঁছে যায়৷
দুপুর ২টোয় শুরু হয় শ্যুটিং৷ কম-বেশি প্রায় ২ ঘণ্টা ধরে শ্যুটিং চলে৷ ঘণ্টা খানেক পরে সেক্স স্টিল ছবি তোলা হয় আবার৷ সফ্টকোর ভার্সানের জন্য আবার সন্ধে ৬টায় আলাদা করে ভিডিও শ্যুট করতে হয়৷ সেটাও ঘণ্টা দেড়েকের কাজ৷ যদি সফ্টকোর ভার্সান না থাকে, তা হলে ৬টা ১৫ নাগাদ আমাদের কাজ মিটে যায়৷ ওই দিনই আমরা চেক নিয়ে নিই৷ না-হলে ২ সপ্তাহের মধ্যে বাড়িতে চেক পৌঁছে যায়৷
6/8
কী রকম পারিশ্রমিক? পর্ন ইন্ডাস্ট্রিই হল এমন এক বিনোদন শিল্প, যেখানে ছেলেদের থেকে মহিলাদের পারিশ্রমিক বেশি৷ এবং মেয়েদের পরিশ্রমও ছেলেদের থেকে বেশি করতে হয়৷ শুরু দিকে প্রতি শ্যুটিংয়ে ৬০০ মার্কিন ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত পাওয়া যায় (ভারতীয় মুদ্রায় ৫০ থেকে ৮০ হাজার টাকার কাছাকাছি)৷ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যা বাড়তে থাকে৷
কী রকম পারিশ্রমিক? পর্ন ইন্ডাস্ট্রিই হল এমন এক বিনোদন শিল্প, যেখানে ছেলেদের থেকে মহিলাদের পারিশ্রমিক বেশি৷ এবং মেয়েদের পরিশ্রমও ছেলেদের থেকে বেশি করতে হয়৷ শুরু দিকে প্রতি শ্যুটিংয়ে ৬০০ মার্কিন ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত পাওয়া যায় (ভারতীয় মুদ্রায় ৫০ থেকে ৮০ হাজার টাকার কাছাকাছি)৷ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যা বাড়তে থাকে৷
7/8
কেরিয়ারের প্রথম দিকে একজন মহিলা পর্নস্টারকে প্রমাণ করতে হয়, কেন তাঁকে হায়ার করা হবে৷ তাই কিছু ইউনিক ব্যাপার দেখাতে হয়৷ মেয়েটি সেক্সুয়ালি কতটা আকর্ষণীয়, তার চেয়েও বেশি কাজ পাওয়া নির্ভর করে ফ্যান-বেসের উপর৷ বেশির ভাগই ৬ মাসের বেশি টেকে না৷ হারিয়ে যায়৷
কেরিয়ারের প্রথম দিকে একজন মহিলা পর্নস্টারকে প্রমাণ করতে হয়, কেন তাঁকে হায়ার করা হবে৷ তাই কিছু ইউনিক ব্যাপার দেখাতে হয়৷ মেয়েটি সেক্সুয়ালি কতটা আকর্ষণীয়, তার চেয়েও বেশি কাজ পাওয়া নির্ভর করে ফ্যান-বেসের উপর৷ বেশির ভাগই ৬ মাসের বেশি টেকে না৷ হারিয়ে যায়৷
8/8
সাধারণত এক সপ্তাহে একটির বেশি শ্যুটিং আমরা করি না৷ কারণ, আমাদের যৌনাঙ্গকেও বিশ্রাম দিতে হয়৷ ভ্যাজাইনার স্থিতিস্থাপকতা ফেরাতে কিছু তো সময় লাগবেই৷ তাই একটা কথাই বলব, পর্ন স্টাররা সাধারণ মানুষ৷ আমাদেরও ব্যক্তিগত জীবন রয়েছে৷ পরিবার রয়েছে৷ কাজ করি৷ পারিশ্রমিক নিই৷ ব্যস৷ সেক্স-অ্যাডিক্ট নই৷
সাধারণত এক সপ্তাহে একটির বেশি শ্যুটিং আমরা করি না৷ কারণ, আমাদের যৌনাঙ্গকেও বিশ্রাম দিতে হয়৷ ভ্যাজাইনার স্থিতিস্থাপকতা ফেরাতে কিছু তো সময় লাগবেই৷ তাই একটা কথাই বলব, পর্ন স্টাররা সাধারণ মানুষ৷ আমাদেরও ব্যক্তিগত জীবন রয়েছে৷ পরিবার রয়েছে৷ কাজ করি৷ পারিশ্রমিক নিই৷ ব্যস৷ সেক্স-অ্যাডিক্ট নই৷