Guess This Actor: শিক্ষকতা করার সময় প্রেমে পড়ে ছাত্রীকেই বিয়ে ! বর্তমানে বলিউডের হার্টথ্রব তিনিই, জানেন কি টল-ডার্ক-হ্যান্ডসাম সেই অভিনেতার পরিচয়?

Last Updated:
This Bollywood Actor Was Once A Teacher Dated His Student: রুপোলি পর্দায় পা রাখার আগে অবশ্য তিনি একজন শিক্ষক ছিলেন। মৃদু-ভাষী এই হ্যান্ডসাম শিক্ষকই পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতেন।
1/6
রুপোলি দুনিয়ার হার্টথ্রব তিনি। আজও তাঁর লুকের জাদুতে পাগল মহিলা ভক্তরা। কথা হচ্ছে, অভিনেতা আর মাধবনের। তবে রুপোলি পর্দায় পা রাখার আগে অবশ্য তিনি একজন শিক্ষক ছিলেন। মৃদু-ভাষী এই হ্যান্ডসাম শিক্ষকই পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতেন। তবে এক ছাত্রীর কারণেই সেই শিক্ষকের জীবনের গতিপথটাই বদলে গিয়েছিল। ১৯৯১ সালে কোলহাপুরে মাধবনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসে যোগ দিয়েছিলেন সরিতা বিরজে নামে এক তরুণী। বিমান পরিবহণ ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন সেই তরুণীটি। 
রুপোলি দুনিয়ার হার্টথ্রব তিনি। আজও তাঁর লুকের জাদুতে পাগল মহিলা ভক্তরা। কথা হচ্ছে, অভিনেতা আর মাধবনের। তবে রুপোলি পর্দায় পা রাখার আগে অবশ্য তিনি একজন শিক্ষক ছিলেন। মৃদু-ভাষী এই হ্যান্ডসাম শিক্ষকই পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতেন। তবে এক ছাত্রীর কারণেই সেই শিক্ষকের জীবনের গতিপথটাই বদলে গিয়েছিল। ১৯৯১ সালে কোলহাপুরে মাধবনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসে যোগ দিয়েছিলেন সরিতা বিরজে নামে এক তরুণী। বিমান পরিবহণ ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন সেই তরুণীটি।
advertisement
2/6
প্রথম চাকরিতে যোগ দেওয়ার পরে ধন্যবাদ জানানোর জন্য নৈশভোজে নিজের শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছিলেন সরিতা। তবে সেই সান্ধ্য-আলাপই যেন অন্য দিকে মোড় নেয়। সম্পর্কটা কেবল গুরু-শিষ্যের গণ্ডিতেই আটকে থাকে না। এর বছর আটেক পরে তামিল সংস্কৃতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধবন-সরিতা। আসলে সরিতা নিজে ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না কিংবা অভিনেতার সহকর্মীও ছিলেন না।
প্রথম চাকরিতে যোগ দেওয়ার পরে ধন্যবাদ জানানোর জন্য নৈশভোজে নিজের শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছিলেন সরিতা। তবে সেই সান্ধ্য-আলাপই যেন অন্য দিকে মোড় নেয়। সম্পর্কটা কেবল গুরু-শিষ্যের গণ্ডিতেই আটকে থাকে না। এর বছর আটেক পরে তামিল সংস্কৃতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধবন-সরিতা। আসলে সরিতা নিজে ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না কিংবা অভিনেতার সহকর্মীও ছিলেন না।
advertisement
3/6
মাধবন অভিনেতা হিসেবে খ্যাতি পাওয়ার আগেই তাঁকে চিনেছিলেন সরিতা এবং পাশেও ছিলেন। আর দক্ষিণী সিনেদুনিয়া কিংবা বলিউডে ভক্তদের মন জয় করলেও সেই কথাটা ভুলে যাননি মাধবন নিজেও।  ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাধবন-সরিতা। এর পরের বছরই মণিরত্নমের ‘আলাই পায়ুথে’ (তেলুগু-তে ‘সখি’) ছবিতে সুযোগ পান অভিনেতা।
মাধবন অভিনেতা হিসেবে খ্যাতি পাওয়ার আগেই তাঁকে চিনেছিলেন সরিতা এবং পাশেও ছিলেন। আর দক্ষিণী সিনেদুনিয়া কিংবা বলিউডে ভক্তদের মন জয় করলেও সেই কথাটা ভুলে যাননি মাধবন নিজেও।  ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাধবন-সরিতা। এর পরের বছরই মণিরত্নমের ‘আলাই পায়ুথে’ (তেলুগু-তে ‘সখি’) ছবিতে সুযোগ পান অভিনেতা।
advertisement
4/6
লাভার বয় হিসেবে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে পর্দা থেকে দূরে স্ত্রীর সঙ্গে এক শান্তির জীবনযাপন করেছেন তিনি। কখনও কখনও শ্যুটিংয়েও নিয়ে যেতেন সরিতাকে। তবে সেটা নিরাপত্তাহীনতার কারণে একেবারেই নয়। বর্তমানে তাঁদের দাম্পত্যজীবন ২৬ বছর পার করেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সেই সম্পর্ক আরও মজবুতও হয়েছে। আর মাধবন এর জন্য সমস্ত কৃতিত্ব দিয়েছেন সম্পর্কের ভরসা, পার্সোনাল স্পেস এবং আনন্দকে।
লাভার বয় হিসেবে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে পর্দা থেকে দূরে স্ত্রীর সঙ্গে এক শান্তির জীবনযাপন করেছেন তিনি। কখনও কখনও শ্যুটিংয়েও নিয়ে যেতেন সরিতাকে। তবে সেটা নিরাপত্তাহীনতার কারণে একেবারেই নয়। বর্তমানে তাঁদের দাম্পত্যজীবন ২৬ বছর পার করেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সেই সম্পর্ক আরও মজবুতও হয়েছে। আর মাধবন এর জন্য সমস্ত কৃতিত্ব দিয়েছেন সম্পর্কের ভরসা, পার্সোনাল স্পেস এবং আনন্দকে।
advertisement
5/6
মাঝেমধ্যে তো অভিনেতা মজাচ্ছলে এ-ও বলেন যে, স্ত্রীর সঙ্গে তর্কে কোনও পুরুষই জিততে পারবেন না। সেই সঙ্গে এ-ও জানান যে, সংসার খরচের সমস্ত দিকটা সরিতাই দেখেন। এমনকী স্বামীর ফোনের পাসওয়ার্ডও তাঁর নখদর্পণেই থাকে। এমনই তাঁদের সম্পর্কের গভীর বিশ্বাস। অনেকেই হয়তো জানেন না যে, মাধবনের বেশ কিছু ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন সরিতা। এদিকে জুন মাসেই তাঁরা নিজেদের ২৬-তম বিবাহবার্ষিকী পালন করেছেন।
মাঝেমধ্যে তো অভিনেতা মজাচ্ছলে এ-ও বলেন যে, স্ত্রীর সঙ্গে তর্কে কোনও পুরুষই জিততে পারবেন না। সেই সঙ্গে এ-ও জানান যে, সংসার খরচের সমস্ত দিকটা সরিতাই দেখেন। এমনকী স্বামীর ফোনের পাসওয়ার্ডও তাঁর নখদর্পণেই থাকে। এমনই তাঁদের সম্পর্কের গভীর বিশ্বাস। 
অনেকেই হয়তো জানেন না যে, মাধবনের বেশ কিছু ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন সরিতা। এদিকে জুন মাসেই তাঁরা নিজেদের ২৬-তম বিবাহবার্ষিকী পালন করেছেন।
advertisement
6/6
স্ত্রী-র প্রতি শুভেচ্ছা জানিয়ে একবাক্যে মাধবন লিখেছেন যে, “বিগত ছাব্বিশ বছরের একটা মুহূর্তও আমি পরিবর্তন করতে চাই না।” এদিকে মাধবন-সরিতার পুত্র বেদান্তও প্রতিযোগিতামূলক স্যুইমিংয়ের দুনিয়ায় নিজের নাম-যশ অর্জন করেছেন। তিনি জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ। ২০২২ সালে এশিয়ান এজ গ্রুপ চ্যাম্পিয়ন শিপে রুপো এবং ড্যানিশ ওপেনে সোনা জিতেছেন বেদান্ত। তবে গর্বিত বাবা মাধবন ছেলেকে মাটির কাছাকাছি রেখেই মানুষ করেছেন। পুত্রকে অভিনেতা একবার বলেছিলেন, “তোমার বাবার পরিচয়ের জন্যই তোমায় প্রত্যেকে দেখছেন। তাই নম্র থাকো। আর নিজের লক্ষ্যে স্থির হও।”
স্ত্রী-র প্রতি শুভেচ্ছা জানিয়ে একবাক্যে মাধবন লিখেছেন যে, “বিগত ছাব্বিশ বছরের একটা মুহূর্তও আমি পরিবর্তন করতে চাই না।” এদিকে মাধবন-সরিতার পুত্র বেদান্তও প্রতিযোগিতামূলক স্যুইমিংয়ের দুনিয়ায় নিজের নাম-যশ অর্জন করেছেন। তিনি জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ। ২০২২ সালে এশিয়ান এজ গ্রুপ চ্যাম্পিয়ন শিপে রুপো এবং ড্যানিশ ওপেনে সোনা জিতেছেন বেদান্ত। তবে গর্বিত বাবা মাধবন ছেলেকে মাটির কাছাকাছি রেখেই মানুষ করেছেন। পুত্রকে অভিনেতা একবার বলেছিলেন, “তোমার বাবার পরিচয়ের জন্যই তোমায় প্রত্যেকে দেখছেন। তাই নম্র থাকো। আর নিজের লক্ষ্যে স্থির হও।”
advertisement
advertisement
advertisement