Romantic Actor Love Life: 'প্রেম রসে' ডুবে বলিউড নায়ক, ছাড়েননি নাতনির বয়সি মেয়েকেও! ৭০ বছরে চতুর্থবার বিয়ে অভিনেতার

Last Updated:
Kabir Bedi: এমনই এক খবরে আপনিও চমকে উঠবেন৷ যেখানে সত্যিই বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৭০ বছর বয়সে একজন অভিনেতা চতুর্থবারের মতো বিয়ে করেছেন! তিনি একজন সুপুরুষ অভিনেতা৷ চলচ্চিত্র জগতের বাইরেও, তাঁর বিবাহিত জীবন অনেকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
1/9
প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বয়স কখনই কোনও বাধা নয়। এ কথা অনেকেই বলেন, তবে বাস্তবে বুড়ো বয়সে বিয়ে করার নজির কমই রয়েছে৷ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়সের ব্যবধানে বিয়ে করেছেন যুগল৷ বিয়েতে ছেলেরা মেয়েদের থেকে বয়সে বড় হয়, আবার উল্টোটাও দেখা যায়৷ যেমন তাঁর স্ত্রী ক্রিকেটার শচীনের চেয়ে বয়সে বড়। ঐশ্বরিয়া রাই বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের চেয়ে বয়সে বড়। এমনই এক খবরে আপনিও চমকে উঠবেন৷ যেখানে সত্যিই বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৭০ বছর বয়সে একজন অভিনেতা চতুর্থবারের মতো বিয়ে করেছেন!
প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বয়স কখনই কোনও বাধা নয়। এ কথা অনেকেই বলেন, তবে বাস্তবে বুড়ো বয়সে বিয়ে করার নজির কমই রয়েছে৷ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়সের ব্যবধানে বিয়ে করেছেন যুগল৷ বিয়েতে ছেলেরা মেয়েদের থেকে বয়সে বড় হয়, আবার উল্টোটাও দেখা যায়৷ যেমন তাঁর স্ত্রী ক্রিকেটার শচীনের চেয়ে বয়সে বড়। ঐশ্বরিয়া রাই বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের চেয়ে বয়সে বড়। এমনই এক খবরে আপনিও চমকে উঠবেন৷ যেখানে সত্যিই বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৭০ বছর বয়সে একজন অভিনেতা চতুর্থবারের মতো বিয়ে করেছেন!
advertisement
2/9
তিনি একজন সুপুরুষ অভিনেতা৷ চলচ্চিত্র জগতের বাইরেও, তাঁর বিবাহিত জীবন অনেকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
তিনি একজন সুপুরুষ অভিনেতা৷ চলচ্চিত্র জগতের বাইরেও, তাঁর বিবাহিত জীবন অনেকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
3/9
তিনি কবীর বেদী৷ ১৯৭১ সালে 'হালসাল' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কবীর বেদীর।
তিনি কবীর বেদী৷ ১৯৭১ সালে 'হালসাল' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কবীর বেদীর।
advertisement
4/9
'ম্যায় হুঁ না'-এর মতো ছবির মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তিনি অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন এবং গত বছর মুক্তিপ্রাপ্ত 'বার্লিন' ছবিতেও তিনি ছিলেন। তাঁর বিবাহিত জীবন বিতর্কে ভরা।
'ম্যায় হুঁ না'-এর মতো ছবির মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তিনি অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন এবং গত বছর মুক্তিপ্রাপ্ত 'বার্লিন' ছবিতেও তিনি ছিলেন। তাঁর বিবাহিত জীবন বিতর্কে ভরা।
advertisement
5/9
১৯৬৯ সালে, কবীর বেদী মডেল ও নৃত্যশিল্পী প্রতিমা বেদীকে বিয়ে করেন। প্রতিমার পরিবার এই বিয়েতে রাজি ছিল না। তবে তাঁরা বিয়ে করেছিলেন৷
১৯৬৯ সালে, কবীর বেদী মডেল ও নৃত্যশিল্পী প্রতিমা বেদীকে বিয়ে করেন। প্রতিমার পরিবার এই বিয়েতে রাজি ছিল না। তবে তাঁরা বিয়ে করেছিলেন৷
advertisement
6/9
১৯৭০ সালের পর, মতবিরোধ দেখা দেয় এবং ১৯৭৭ সালে দুজনের বিবাহবিচ্ছেদ ঘটে। এই দম্পতির দুটি সন্তান, পূজা এবং সিদ্ধার্থ। সিদ্ধার্থ ১৯৭৭ সালে অসুস্থতার কারণে মারা যান। ছেলের মৃত্যু প্রতিমাকে বিষণ্ণতায় ঠেলে দেয়।
১৯৭০ সালের পর, মতবিরোধ দেখা দেয় এবং ১৯৭৭ সালে দুজনের বিবাহবিচ্ছেদ ঘটে। এই দম্পতির দুটি সন্তান, পূজা এবং সিদ্ধার্থ। সিদ্ধার্থ ১৯৭৭ সালে অসুস্থতার কারণে মারা যান। ছেলের মৃত্যু প্রতিমাকে বিষণ্ণতায় ঠেলে দেয়।
advertisement
7/9
প্রতিমা সঙ্গে থাকার সময়, কবীর ১৯৭০ সালের দিকে পারভীন বাবির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁরা বিয়ে করেননি। ১৯৭৭ সালে পারভীন এবং কবীর আলাদা হয়ে যান। আমেরিকায় মডেলিং করার সময় কবীর বেদীর সঙ্গে সুসান হামফ্রিসের দেখা হয়। তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত হয়, তারা ১৯৮০ সালে বিয়ে করেন এবং ১৯৯০ সালে আলাদা হয়ে যান। এই দম্পতির একটি ছেলে আছে, আদম বেদী।
প্রতিমা সঙ্গে থাকার সময়, কবীর ১৯৭০ সালের দিকে পারভীন বাবির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁরা বিয়ে করেননি। ১৯৭৭ সালে পারভীন এবং কবীর আলাদা হয়ে যান। আমেরিকায় মডেলিং করার সময় কবীর বেদীর সঙ্গে সুসান হামফ্রিসের দেখা হয়। তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত হয়, তারা ১৯৮০ সালে বিয়ে করেন এবং ১৯৯০ সালে আলাদা হয়ে যান। এই দম্পতির একটি ছেলে আছে, আদম বেদী।
advertisement
8/9
১৯৯১ সালে, কবির বিবিসি রেডিও উপস্থাপক নিকি মুলগাওকারের সঙ্গে প্রেম হয়। এই দম্পতি ১৯৯২ সালে বিয়ে করেন। নিকি কবীরের চেয়ে ২০ বছরের ছোট। নিকি লন্ডনে থাকতেন, আর কবীর ভারতে থাকতেন। এর ফলে দু’জনের মধ্যে দূরত্ব এবং মতবিরোধ বৃদ্ধি পায় এবং ২০০৪ সালে তারা আলাদা হয়ে যান।
১৯৯১ সালে, কবির বিবিসি রেডিও উপস্থাপক নিকি মুলগাওকারের সঙ্গে প্রেম হয়। এই দম্পতি ১৯৯২ সালে বিয়ে করেন। নিকি কবীরের চেয়ে ২০ বছরের ছোট। নিকি লন্ডনে থাকতেন, আর কবীর ভারতে থাকতেন। এর ফলে দু’জনের মধ্যে দূরত্ব এবং মতবিরোধ বৃদ্ধি পায় এবং ২০০৪ সালে তারা আলাদা হয়ে যান।
advertisement
9/9
এরপর, কবীর লন্ডন-প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত পরভীন দুসাঞ্জের প্রেমে পড়েন। তিনি কবীরের চেয়ে ২৯ বছরের ছোট। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। তখন কবীরের বয়স ছিল ৭০ বছর। ৭০ বছর বয়সে কবীর চতুর্থবার বিয়ে করেন।
এরপর, কবীর লন্ডন-প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত পরভীন দুসাঞ্জের প্রেমে পড়েন। তিনি কবীরের চেয়ে ২৯ বছরের ছোট। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। তখন কবীরের বয়স ছিল ৭০ বছর। ৭০ বছর বয়সে কবীর চতুর্থবার বিয়ে করেন।
advertisement
advertisement
advertisement