Actor: ১৪ সিনেমা পর পর ব্লকবাস্টার হিট! অমিতাভ আসতেই কেরিয়ারে ধস! মদে ডুবে যান এই নায়ক, কে বলুন তো?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bollywood Actors Tragic Life: মহিলাদের চোখের মণি ছিলেন সুদর্শন এই অভিনেতা। তাঁকে একবার সিনেমার পর্দায় দেখা গেলে হাততালির ঝড় উঠত। অমিতাভ বচ্চনের এন্ট্রি এবং পরপর ফ্লপ ছবিগুলি তাঁর জীবনকে এতটাই অন্ধকার নেমে আসে, তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
advertisement
advertisement
advertisement
advertisement
*রাজেশ খান্নার সিনেমা দেখতে গিয়ে ভক্তরা প্রেক্ষাগৃহে তাঁকে এক ঝলক দেখলে শিস দিতেন এবং হাততালি দিতেন। কিন্তু সময় এমন মোড় নেয় যে রাজেশ খান্নার ৭টি ছবি একের পর এক ফ্লপ হয়। অমিতাভ বচ্চনের এন্ট্রি এবং পরপর ফ্লপ ছবিগুলি তাঁর জীবনকে এতটাই অন্ধকার নেমে আসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। রাজেশ খান্না নিজেই তাঁর এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন।।
advertisement
advertisement